ছবিটা ২০১১ সালের ডিসেম্বরে ব্লগডেতে তোলা।
ছবিটা দেখলেই মন খারাপ হয়ে যায়। তখনো দলাদলী- কাটাকাটি ছিল ব্লগারদের মধ্যে। কিন্তু সামনা সামনি আন্তরিকতার ঘাটতি ছিল না কারো।
দেখুন- (বাঁ দিক থেকে)
অনুজীব, ইশতিয়াক আহমেদ চয়ন, আরজু পনি, আরিফ রায়হান মাহি, সরল মানুষ, তন্ময় ফেরদৌস, শিপু ভাই, অন্যমনস্ক শরত, মৈত্রি(শরতের পিছনে), গুরুজী, জীবনানন্দ দাশের ছায়া, ফারজুল আরেফিন (জিবুর পিছনে), নাহোল (প্লিওসিন অথবা গ্লসিয়ার), রেজোয়ান মাহবুব তানিম, সাকিন উল আলম ইভান, ফয়সাল তূর্য।
বসা ( বাঁ থেকে)- জাহাজী পোলা, মিরাজ ইজ
আফসুস...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




