গতকাল ৩ জন লোককে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ব্লগে/ অনলাইনে ধর্মবিদ্বেষী উস্কানীমূলক লেখালেখি করেছে বিশেষ করে মুসলিম, ইসলাম ও নবী রাসূলদের নিয়ে আপত্তিকর কথা লিখেছে।
তারা সামুর ব্লগারও বটে।
যদি অভিযোগ সত্যি হয় তবে তা নিঃসন্দেহে একটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু ব্লগে স্পষ্টতই ব্লগাররা দুই ভাগ হয়ে গেছে। একপক্ষ "নিঃশর্ত মুক্তি চায়" আরেক পক্ষ "উপযুক্ত বিচার" চায়।
তাদের মুক্তি চেয়ে সামু কর্তৃপক্ষ পোস্ট স্টিকিও করেছে।
আমি একটা জরিপ চালাতে চাই। আপনার মন্তব্যের ঘরে আপনার অভিপ্রায় জানান।
যারা আটককৃতদের মুক্তি চান তারা "মুক্তি" লিখুন।
যারা শাস্তি চান তারা "শাস্তি" লিখুন।
দেখি জনতার রায় কোন দিকে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




