মন খারাপ ছিলো, অনেক খারাপ। মাশরাফির সংবাদ সম্মেলন এর খবর পত্রিকায় পড়ে নিজেকে সংবরন করা দুষ্কর হয়ে পড়েছিলো। তাসকিন মাত্র কৈশোর পেরিয়ে যুবা বয়সে পা রেখেছে। এই বয়সেই দূর্বার গতি আর নিয়ন্ত্রিত বোলিংয়ে তাক লাগিয়ে দেওয়া এই বাচ্চা ছেলেটির উপর আইসিসি তথা ইনডিয়ার ষড়যন্ত্রমূলক ট্যাগ ''চাকার'' লাগিয়ে দিয়ে পুরো বাংলাদেশ দলের মনোবল দুমড়ে-মুচড়ে দেওয়ার খবরে যতোটা না কষ্ট পেয়েছিলাম, তারচে ঢের বেশি যন্ত্রণায় পুড়ছি মাশরাফির চোখে জল দেখে। এই মানুষটার কাছে দিনকে দিন ঋনের বোঝা ভারী হয়ে যাচ্ছে পুরো বাংলাদেশের। ইনজুরির পর ইনজুরি, সার্জারীর পর সার্জারী, তবু দেশের জার্সি গায়ে চাপিয়ে দেশকে প্রতিনিধিত্ব করার যে দূরহ দায়িত্ব, পালন করে চলেছেন প্রতিনিয়ত। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও পুরো দলকে আগলে রাখার কঠিন কাজটি এতোটা আন্তরিকতা দিয়ে অন্য কোন দেশের ক্যাপ্টেন কোন দলের জন্য করেছে কিনা, জানা নেই। দলের প্রত্যেকটা খেলোয়াড় ম্যাশকে চোখ বুঝে অন্ধের মতো ভালবাসে। কারন আর কিছুই নেই, তিনি নিজেই এই কৃতিত্বের দাবীদার। পুরো দলের উপর বটবৃক্ষের ছায়ার মতো আগলে রাখা নেতারই যখন চোখ দিয়ে অশ্রু ঝরে, তখন বুঝতে হবে, বাংলাদেশ দলের এখন ঘোর দুঃসময়।
তাই কালকে নিজেও কেঁদেছিলাম। আজ সকালে ব্লগে ঘুরতে গিয়ে প্রথম পাতায় এই পোস্টে চোখ আটকে গেলো। ''কোবতে'' পড়েই বুঝতে পারলাম এ ''কুবি" ব্লগে অপার বিনোদনের এক দারুন উপাদন হতে বাধ্য। যেমনটা ভাবলাম তেমনই। উনার ব্লগে ঘুরেই মোটামুটি সিদ্ধান্তে উপনীত হলাম- এই লোক মহাকবি মাইকেল মেহেদীর যোগ্য উত্তরসূরী হিসেবে ব্লগ মাতাতে যাচ্ছে তাতে কোনই সন্দেহ নেই।
ব্লগে যারা পুরোনো তারা মহাকবি মাইকেল মেহেদী সম্পর্কে ওয়াকিবহাল আছেন, কি চরম বিনুদন ছিলো ওই নিকটা। আমি দুঃখিত যে, ওই ভদ্রলোকের ব্লগের লিংক দিতে পারছিনা। যদি পুরোনো কোন ব্লগার এই পোস্ট দেখে থাকেন, দয়া করে মেহেদী ভাইয়ের ব্লগের লিংক দিয়ে যাবেন।
আমাদের নতুন মহাকবি ''নিজাম গাজী''র ব্লগ ঘুরে দেখুন, চরম বিনুদন গ্যারান্টেড। মহাকবির জন্মদিনে তার নিজের লেখা একটি পোস্ট দেখুন।
আজ আমার শুভ জন্মদিন।
কি বুঝলেন???
পরিশেষে- নিছক মজা করার জন্যই এই পোস্টের অবতারনা। সিরিয়াসলি না নেয়ার জন্য অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



