নাইট অ্যাট দ্যা মিউজিয়াম; সিক্রেট অব দ্যা টম্ব, ফিউরিয়াস সেভেন , ফিফটি শেড অব গ্রে- দুনিয়া কাঁপানো হলিউডি এ ছবিগুলোর কথা কে না জানে। কিন্তু জানেন কি, এ ছবিগুলোতে চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট দেখা যায়, তার সাথে যুক্ত ছিলেন এক বাংলাদেশী? আজকের পত্রিকায় খবরটা চোখে পড়লো।

বাংলাদেশীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পদে আসীন হয়ে নিজের দেশকে গৌরবান্বিত করছেন বর্তমান সময়ে। ওয়াহিদ ইবনে রেজাও তাদের মধ্যে একজন। দুনিয়া কাঁপানো হলিউড ছবিগুলোর কারিগরী দিকগুলোর কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন তিনি।
পুরো বিশ্ব এখন কাঁপছে মার্ভেলের নতুন সিনেমা- ''ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান; ডন অব জাস্টিস'' এর জ্বরে। ওয়াহিদ এই ছবিতে ভিজ্যুয়াল ইফেক্ট কো অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। অবশ্যই গর্ব বোধ করার মতো ব্যাপার, কি বলেন?

সূত্র- প্রথম আলো
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



