আমার বন্ধুর এই মূহুর্তে একটি টিউশন এর প্রয়োজন । সে S.S.C A+(বোর্ড বৃত্তি প্রাপ্ত) H.S.C A+(বোর্ড বৃত্তি প্রাপ্ত) । ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষ ২০০৮ সালে খ ইউনিট থেকে ৩য় ও ঘ ইউনিট থেকে ৪র্থ হয়ছিল । বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃ্তিয় বর্ষের ছাত্র ।
আমি একটি সাধারণ একটি মেধাহীন ছাত্র তার জন্য আমি কিছুই করতে পারছি না । আমি আজ বিশ্ববিদ্যাল পড়ছি ওর অনুপ্রেরণা ও সাহায্যে । কিন্তু আমি আমার বন্ধুর এই মূহুর্তে কোন প্রকার সাহায্য করতে পারছি না । দয়া করে আপনাদের কারও কাছে যদি টিউশন এর খবর থাকলে জানাবেন ।
ফেসবুকের PRIVATE TUTOR / STUDENTS পেজে প্রকাশিত আমার বন্ধুর একটি পোস্ট উল্লেখ করলাম ঃ-
Asad Zaman
একটা টিউশনি দরকার , খুব জরুরী , ৯-১২, ইংরেজি পড়াতে চাই, মিরপুর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশে পাশে( নীলক্ষেত, আজিমপুর , ধানমণ্ডি), আমি আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৩য় বর্ষে পড়ছি (কোচিং এ ক্লাস নিতাম , কিন্তু এত সময় দেয়া এখন আর সম্ভব হচ্ছেনা ,)০১৬৭২৭০৯৬৬৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




