আমাদের দেশের পাবিলক পরিক্ষায় ইংলিশ কোর্স বাধ্যতামূলক রয়েছে । শুধুমাত্র ইংলিশে পাশ না করার কারনে আমাদের অনেক মেধাবী মুখ স্কুলের গন্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার পথে এগুতে পারে । শুধুমাত্র ইংলিশের দুর্বলতার কারনে আমাদের ওনেকে বিশ্ববিদ্যালয়ের মুখ দেখতে পারে না। একটা দেশের জন্য এই চিত্র খুবই লজ্জাজনক শুধুমাত্র বিদেশী ভাষার উপর দক্ষতা না থাকার কারেনে আমাদের দেশের তরুন জীবনের পথ চলা অংকুরেই রোধ হয়ে যায় । আমাদের উচ্চ শিক্ষার অধিকাংশ বই ইংলিশে পাওয়া যায় । যেখানে বিশ্বের বিভিন্নি দেশে তাদের মাতৃ ভাষায় তাদের উচ্চ শিক্ষা অর্জের সুযোগ হয় । যার ফলে তাদেরকে একটা বিদেশী ভাষা শিক্ষা জন্য স্কুল জীবনে প্রতিদিন ৪-৫ ঘন্টা ব্যয় করতে হয় না । কিন্তু কি করার আমাদের দেশে সেই দিন কবে দেখতে পাব যে দিন আমাদের সকল শিক্ষা বাংলার হাত ধরে অর্জন হবে ! কিন্তু আমরা যেটা করতে পারি যারা শুধুমাত্র ইংলিশে দুর্বলতার কারনে নিজের সপ্নের ছবিকে বাস্তবান করতে পারি না তাদের জন্য কিছু করা যায় কিনা সেটা চিন্তা করা । আমাদের স্কুকে ইংলিশ শিক্ষকের ভাব দেখে বাচা যায না । বা যারা শিখাতে চান তাদের সেই সুযোগ বা সময় অনুকূলে থাকে না । আমি ব্যাক্তিগতভাবে চাচ্ছিলাম আমাদের দেশের সেই সব তরুনদের জন্য সেই সুযোগ করে দেয়া যেটা তাদের সপ্নের পাখিতে পাখা জুড়ে দিবে । আমি ব্যাক্তিগত ভাবে একটা সিলেবাস তৈরী করেছি যা ৫ম শ্রেনী থেকে শুরু করে জীবনের প্রতিটি ইংলিশ পরীক্ষায় যেন সহায়ক হয়ে ঊঠে । আমি একটি ডোমেন কিনেছি শুধু ওয়েব সাইট তৈরীতে সময় লাগছে । রমজান মাস একটু ক্লান্তি চলে আসে তাই তেমন একটা এগুতে পারছি না ।
আমি চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে কিছু আইডিয়া সংগ্রহ করব । কিভাবে কোর্স পরিচালনা করলে ভাল হবে । সিলেবসের বিষয়বস্তু কি কি হলে ভাল হবে দয়া করে জানাবেন । আমার আইডিয়ার সাথে আপনাদের আইডিয়া যোগ করে আরও ভাল ভাবে কোর্স সাজান যায় কিনা কিনা । আপনাদের সহযোগিতার প্রয়োজন কন্টেন্ট লিখার জন্য আমার একার পক্ষে সমগ্র কন্টেন্ট সময় সাপেক্ষ । যারা আমাকে আইডি পাঠাতে চান বা কন্টেন্ট বা সাইট ডেভেলপিং আমাদের সাহায্য করতে চান বা অনান্য বিষয়ে মতামত দিতে চাইলে আমাকে নিম্ন ঠিকানায় মেইল করতে পারেন ।
[email protected]
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




