তুমি ডাক দিয়েছিলে স্বাধীনতার,
আমার অগ্রজ ঝাপিয়ে পরেছিল। মৃত্যুকে বাজি ধরে পৃথিবীর বুকে অঙ্কিত হয়েছে নতুন এক মানচিত্র।
তোমার স্বপ্নপূরণের জয়যাত্রায় কাল হয় কাপুরুষ। বিশ্বাসঘাতকতার আর এক কলঙ্ক
লেপটে পরে জাতির উপর।
তবে তারা তোমাকে ভয় পেয়েছিল, তারা জানতো তুমি দূর্বাঘাসের অমরত্ব নিয়ে বাংলার মাটিতে জন্মেছো, তুমি অমর, তুমি মহাবীর, জাতির শ্রেষ্ঠ সন্তান।
বঙ্গবন্ধু
আমি এখন একটা কবিতা লিখবো
কবিতায় থাকবে চৈতালী গান হৈমন্তী ধান
আর কৃষাণীর নির্মল হাসি।
কবিতায় থাকবে মায়ের আঁচল হতে
জীবনযুদ্ধে আগুয়ান তরুণের অভয়যাত্রা।
কবিতায় থাকবে অসাম্প্রদায়িকতার শ্লোগান,
মোরা বাংলার সন্তান
কবিতায় থাকবে কুমারী মেয়ের নিরাপদ বধূসাজ।
কবিতায় থাকবে ঘুষ, দূর্ণীতি আর অর্থপাচারশুন্য আমলাতন্ত্র। আইনের সুশাসন, বাজার নিয়ন্ত্রণ আর আমজনতার স্বার্থ থাকবে সবার উপর।
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন আর
মেধাপাচার বন্ধে রত্নগর্ভা হোক এই বাংলা।
আমি তোমার চোখে স্বপ্ন দেখি সোনার ছেলের হাতে সোনালী ধান সোনার বাংলায়। আমি তোমার আবেগ আপ্লুত দরদকন্ঠে মিশে যেতে চাই মেহনতি মানুষে।
দুঃস্বপ্নে জেগে উঠি হতাশায়
আমার এতো সহজ কবিতার কবি যে হারিয়ে গেছে লক্ষ যোজন দূরে, তাই কবিতা হয়েছে দূর্বোধ্য গদ্য। ছোট ছোট স্বপ্নে বোঝাই তরী আজ মাঝ দরিয়ায় ঘুরপাক খায়
হে কাণ্ডারী শুধু তোমার অভাবে।
ওগো জাতির পিতা
তোমার তেজোদীপ্ততা, দেশপ্রেম ছড়িয়ে পড়ুক বাংলার মানুষে মানুষে
তুমি ঘুমিয়ে থাকো শান্তিতে
বাংলার কোলে,
যুগে যুগে মহাকালে।
তুমি ডাক দিয়েছিলে স্বাধীনতার,
আমার অগ্রজ ঝাপিয়ে পরেছিল। মৃত্যুকে বাজি ধরে পৃথিবীর বুকে অঙ্কিত হয়েছে নতুন এক মানচিত্র।
তোমার স্বপ্নপূরণের জয়যাত্রায় কাল হয় কাপুরুষ। বিশ্বাসঘাতকতার আর এক কলঙ্ক
লেপটে পরে জাতির উপর।
তবে তারা তোমাকে ভয় পেয়েছিল, তারা জানতো তুমি দূর্বাঘাসের অমরত্ব নিয়ে বাংলার মাটিতে জন্মেছো, তুমি অমর, তুমি মহাবীর, জাতির শ্রেষ্ঠ সন্তান।
বঙ্গবন্ধু
আমি এখন একটা কবিতা লিখবো
কবিতায় থাকবে চৈতালী গান হৈমন্তী ধান
আর কৃষাণীর নির্মল হাসি।
কবিতায় থাকবে মায়ের আঁচল হতে
জীবনযুদ্ধে আগুয়ান তরুণের অভয়যাত্রা।
কবিতায় থাকবে অসাম্প্রদায়িকতার শ্লোগান,
মোরা বাংলার সন্তান
কবিতায় থাকবে কুমারী মেয়ের নিরাপদ বধূসাজ।
কবিতায় থাকবে ঘুষ, দূর্ণীতি আর অর্থপাচারশুন্য আমলাতন্ত্র। আইনের সুশাসন, বাজার নিয়ন্ত্রণ আর আমজনতার স্বার্থ থাকবে সবার উপর।
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন আর
মেধাপাচার বন্ধে রত্নগর্ভা হোক এই বাংলা।
আমি তোমার চোখে স্বপ্ন দেখি সোনার ছেলের হাতে সোনালী ধান সোনার বাংলায়। আমি তোমার আবেগ আপ্লুত দরদকন্ঠে মিশে যেতে চাই মেহনতি মানুষে।
দুঃস্বপ্নে জেগে উঠি হতাশায়
আমার এতো সহজ কবিতার কবি যে হারিয়ে গেছে লক্ষ যোজন দূরে, তাই কবিতা হয়েছে দূর্বোধ্য গদ্য। ছোট ছোট স্বপ্নে বোঝাই তরী আজ মাঝ দরিয়ায় ঘুরপাক খায়
হে কাণ্ডারী শুধু তোমার অভাবে।
ওগো জাতির পিতা
তোমার তেজোদীপ্ততা, দেশপ্রেম ছড়িয়ে পড়ুক বাংলার মানুষে মানুষে
তুমি ঘুমিয়ে থাকো শান্তিতে
বাংলার কোলে,
যুগে যুগে মহাকালে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১২