
হবে না জীবন বদলের কোন অনিন্দ্য আলোড়ন ;
আমি তো কেবল হৃদয় বাচাতে নিঃস্ব হতে পারি-
ভালবাসতে পারি প্রাণ আছে যতক্ষণ।
আর কি বলার বাকি!
উপহাস্য হতে পারে এ কবিতা,
হতে পারি কবি,
তবু, তুই তো জানিস -এই কবিতা,
চিরসত্য, আমাদের খানিক একটি ছবি।
ভালবাসি সত্য জেনেই ভালবাসি-
মন পাব না আমি-
তবু ভালবাসি যদি চোখের জলে,
তোর মনের ছায়া হয়ে আসে বেনামি।
হয়তো তুচ্ছ তবু ভালবাসি আমি।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


