
তুই অভ্যন্তরীণ পৃথিবী আমার,
একান্ত আমার নির্জলা সুখ,
তুই যে কতটা দামি? কেউ জানে না,
জানে আমার বুক।
তুই তো আমার গোপন সুনীল আকাশ -
তুই যে আমার একটি নারীমুখ,
তুই ছাড়া যে আমার মুখে কালি,চাঁদ হাসেনা ;
তুই হলে বিমুখ।
কেন এমন আমি তোকে ছাড়া-
মনে হয় দিকভ্রান্ত হাওয়া;
তুই যে আমার তৃষ্ণা গলায় কত টুকু চাওয়া?
কেউ জানে না কেবল তুই সর্বশ্রেষ্ঠ পাওয়া।
যেদিন আমি হারাবো সেই ধন,
হবে আমার বিপন্ন জীবন;
তুই যে আমার কতখানি মন
মিথ্যা কোন বাটখারাতে করিনি ওজন।
তুই যে আমার হৃদয় নিয়ে আলো,
কেউ বলেনি ভালবাসি তুই বেসেছিস ভালো।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


