somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক ব্যবহারকারীদের জন্য ১৫ টি গুগল ক্রোম এক্সটেনশন ।

১০ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমরা যারা নেট চালাই তারা ইন্টারনেট ব্রাজজিং এর জন্য অনেক ধরনের ব্রাউজারই ব্যবহার করে থাকি । যেমন : মোজিলা ফায়ার ফক্স , গুগল ক্রোম ,ওপেরা , ম্যাক্সটন, কমেট বার্ড , সাফারি ইত্যাদি ।
মোজিলা ফায়ার পক্স ব্রাইজার হিসেবে জনপ্রিয় হলেও খুব অল্প সময়ের মধ্যে গুগল ক্রোম ব্যবহারকীদের জনপ্রিয়তা লাভ করেছে দ্রুত । এর কারন একটি ই । সেটি হচ্ছে এর এক্সটেনশন কারনে ।
আসুন আজ তাহলে আমরা কিছু এক্সটেনশন এর ব্যবহার দেখি ।

SocialPlus




এই এক্সটেনশন দিয়ে আপনি চাইলে আপনার ফেবু কে কাষ্টমাইজড ও আরো সুন্দর করে তুলতে পারবেন ।
SocialPlus দিয়ে ফেবুর যা যা করতে পারবেন :
1. অ্যালবাম স্লাইড শো করতে / দেখতে পারবেন ।
2. কী বোর্ড নেভিগেশন
3. নতুন নোটিফিকেশন
4. কালার স্টাটাস + ইমোশন দিতে পারবেন ।
5. don’t like button দিতে পারবেন / অ্যাড করতে পাবেন ।
6. প্রোফাইলের স্ক্রিন করতে পারবেন নতুন ভাবে ।
7. ভিডিও চাট
8. স্ক্রিন তৈরী করা ।
9. এবং আরো অনেক কিছু ।


এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।



Facebook Dashboard


ফেবু ড্যাসবোর্ড দিয়ে আপনি সহজেই স্টেটাস আপডেট , মেসেজ এবং ফ্রেন্ডদের অ্যাকটিভিটি সহজেই লাইক দেয় বা আনলাইক দেয়ার মত সহজেই দেখতে পারবেন ।

আরো যা যা করতে পারবেন :

1. এটির ব্যবহার অনেক সহজ
2. বার বার লগইন এর ঝামেলা পোহাতে হবে না ।
3.একটি মাত্র আইকন কাউন্টার দিয়ে সব ফ্রেন্ডদের অ্যকটিভিটিজ দেখা ।
4. খুব দ্রত সরিয়ে বা পরিবর্তন করতে পারবেন আপনার ফেবু স্ট্যাটাস ।
5. আপনার বন্ধুর সব কিছু পড়তে পাবেন , কমেন্ট করতে পারবেন এবং লাইক দিতে পারবেন সহজেই ।
6. আপনার ফেবু তে কত মেসেজ আছে সেটা চেক করতে পারবেন ।
ইত্যাদি

এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।




Facebook Application blocker




অযাচিত বা ঝামেলা পূর্ন বা অপছন্দনীয় অ্যাপলিকেশন ব্লক করে দিত পারবেন সহজেই ।

এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।



Facebook Photo Zoom



এই এক্সটেনশনটার সাথে অনেকেই পরিচিত । খুব সুন্দর এবং কাজের একটি এক্সটেনশন । ফেবুতে আপনার বা কারো মেয়ার করা কোন ইমেজের উপর কার্সটা রাখলেই তা জুম করে আপনাকে দেখাবে । বেচে যাবে আপনার সময় ।

এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।




Facebook For google Crome



এই এক্সটেনশন দিয়ে আপনি ফেবুর নিউজ ফীড আপনার ওয়ালেই দেখতে পারবেন । আবার স্ট্যাটাস আপডেট ও দিতে পারবেন ।

এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।



Facebook Chat



এটি সুন্দর একটি এক্সটেনশন । যা আপনার ব্রাইজারে শো করবে । এটি দিয়ে আপনি চার্ট বা কেই আপনাকে চার্ট এ ডাকলে আপনি তার নোটি ফিকেশন পাবেন । এমন কি যখন আপনি সাইন ইন থেকে পপ আচ থেকে দুরে থাকলেও চাট করতে পারবেন !



এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।




My facebook


মজার একটি এক্সটেনশন । এটি দিয়ে আপনি আপনার ফেবুর ফ্রেন্ডদের নাম পরিবর্তন করতে পারবেন । খুবই সহজে মাত্র মাউসের একটি ক্লিকেই ।


এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।


Alwittizer Facebook Enhancer




এই এক্সটেনশন টা আপনার ফেবুকে কিছিু নির্দিষ্ট পরিবর্তন এনে দিবে :

পোফাইল পিকচার বড় করে দেয়া যাবে ।
টপ মেনুবার টি ফিক্সড করে দেয়া যাবে । অর্থৎ স্ক্রলের পরও এটি একই জায়গায় থাকবে ।
বামপাশের ফিল্টার লিষ্টকে টি ফিক্সড করে দেয়া যাবে ।
সবার উপর মেনুবারকে transparent করা যাবে একদম হালকা করে দিতে পারবেন ।
আজকে যাদের জম্নদিন তাদের জম্নদিনগুলোকে কে হাইলাইট করে দিবে ।


এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।





Facebook Disconnect




মনে করুন আপনি কয়েকরাখ সাইট ভিজিট করে ফেলেছেন । এই সাইলগুলোতে আপনি রাইক বা ফবুর মাধ্যমে রগইন বা সাইট এক্সেস করেছেন । তখন ফেবু থেকে আপনার ব্যাক্তিগত তথ্যগুলো থার্ড পার্টির কাছে চলে যায় যা রোধ করবে এই এক্সটেনশনটি ।



এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।


Facebook Invite All




ঝামেলা শেষ এবার । গ্রুপ যদি থাকে আপনার বা কোন ইভেন্ট যদি অনেক ফ্রেন্ডের সাথে এক সাথে শেয়ার করতে চান তাহলে একত্রে সবাই কে ইনভাইট করতে পারবেন এই এক্সটেনশন দিয়ে ।
সবার সাথে শেয়র না করতে চেয়ে যদি নির্দিষ্ট কিছু বন্ধৃদের সাথে শেয়ার করতে চান তবে তাও পারবেন ।


এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।



Friends Mural for Facebook




এই এক্সটেনশন দিয়ে আপনি আপনার সবচেয়ে কাছের বা প্রিয় বন্ধুদের কে সন্নিবেমিত করতে পারবেন এবং তাদের ক্রম করতে পারবেন । তাদের জম্নদিনগুলো বা তাদের ইভেন্টগুলো আপনাকে দেয়ালে আটকাণো ছবির মত করে দেখাবে এবং আপডেট ও থাকবে সাথে ।


এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।






Facebook Rounder



এই এক্সটেনশন টি দিয়ে আপনি ফেবুর প্রায় ৯৯ % এ্যাড বন্ধ করে দিতে পারবেন ।



এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।





Facefetti – Facebook Layouts & Backgrounds




এই টুলস ব্যবহার করে আপনি আপনার ফেবুর ব্যাকগ্রাউন্ড থমি পাল্টে দিতে পারবেন । আর বন্ধুদেরকে ফেলে দিন আপনার ফেবু ব্যবহারের প্রেমে !!!!



এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।



Beautify FB



কিছু নতুনত্ব আনুন আপনার ফেবু তে ।

নতুন ফেবু ডিজাইন
ইন কমপ্লিট গেমগুলোকে আলাদা করে দেখা ।
লাইভ ফীড কে হাইড করে দিতে পারবেন ।
নিচের লিংকের অ্যাডগুরো কে সরিয়ে দিতে পারবেন
http://bit.ly/derandereweg
নতুন অডিও নোটিফিকেশ করতে পারবেন । এবং আরো অনেক




এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।


Facebook Themes



পাল্টে দিন আপনার ফেবুর থীম ।


এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।



TimelineRemove




যারা ফেবুর টাইম রাইন পছন্দ করেন না তারা চাইলে এই টুলস টা দিয়ে টাইমরাইন কে সরিয়ে দিতে পারেন ।


এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।




Unfriend Finder for Facebook



দেখে নিন কে ফেবুতে আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করল ।


এখান থেকে অ্যাড করে নিতে পারেন ।




আমাদের সাথেই থাকুন ।আপনার যে কোন সমস্যার সমাধান দিতে নিচের পেইজে আমরা প্রস্তুত সব সময় ।





আপনাদের কম্পিউটার টেকনোলজির যে কোন সমস্যার সমাধানের জন্য আমরা আছি আপনার পাশে , সবসময় ।

১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×