আমার একটা ভালো দিক কি জানেন?? আমি মানুষের সাথে খুব সহজেই মিশতে পারি। নতুন নতুন বন্ধুত্ব তৈরী করাই আমার নেশা। যদিও আরো অনেক খারাপ নেশা আছে আমার। সেগুলো নাই বললাম। না থাক বলেই ফেলি, অনেকে অনেক কিছু ভেবে বসে থাকতে পারেন। আমি প্রচুর পরিমানে ধুমপান করি, মদ্যপানের প্রতিও আসক্তি আছে, আর নারীদেহের প্রতি আছে এক অকৃত্রিম আকর্ষন।
যাহোক যা বলছিলাম, আমরাকি এই ব্লগ সাইটের মাধ্যমে এক ধরনের বিপ্লব ঘটাতে পারি না?
আমাদের আশেপাশের সমস্যাগুলোকে এখানে তুলে ধরতে পারি, চেনা মানুষের অচেনা চেহারাকে তুলে ধরতে পারি। এখন আপনারাই বলেন, চিন্তাটা কেমন?? চলেন না, একসাথে কাজ করে এই নগরটার চেহারাটাকে বদলে দেই।
কি অসম্ভব মনে হচ্ছে??
আপনাদের একটা গোপন তথ্য দেই, অসম্ভব শব্দটার অস্তিত্ব আর কিছু দিন পর আর থাকবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




