কম্পিউটার প্রোগ্রামার জেরি জালাভা , তার এই কাটা আঙ্গুল টাকে রিপ্লেস করেন একটা USB pen drive দিয়ে।
যখন তিনি প্রথম এর কথা বলেন তখন ডাক্তার রা হেসে উড়িয়ে দিলেও এখন তারা বেশ অবাক এবং খুশি। এই ইউনিক প্রসথেটিক পেন ড্রাইভ লাগানোর পর থেকে তিনি প্রতিদিন হাজারো প্রশ্নের মুখোমুখি হন। কিন্তু তিনি সবাইকে হাসিমুখে জানান , এটা তো আর পারমানেন্ট না, আর এটা থাকায় আমি যখন খুসি তখন ইউজ করতে পারি , এতে আর খারাপ কি?
জেরি বরং বেশ খুশি তার কাটা আঙ্গুলের এই অদ্ভুত রকমের গতি(!) হওয়ায়।
আমরা সবাইও খুশি , কি বলেন??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


