বাচ্চা হবার আগেই স্কুল এ ভর্তি!!!
রসিকতার জন্য প্রাইজ দিতে পারলে এটারে অন্তত গত ১ যুগের সেরা রসিকতার প্রাইজ দিতাম। উফ্...হাসতে হাসতে চোখে পানি আসেনি? আসবে কেমনে, এটা তো এখন বাস্তব।
ভাল স্কুল কি? ওখানে ভর্তি হলে কি হয়? তার চেয়ে বড় কথা ঐ সব "ভাল" স্কুলে ভর্তি না হলে কি হয়?
বাংলাদেশে কয়টা ভালো স্কুল আছে? আমি জানি না। কিন্তু এটা জানি যে সব স্কুলগামী দের ধারন ক্ষমতার চেয়ে অনেক অনেক অনেক কম। বাকিরা তবে কি করবে? হায় হায়!!!
ভাল স্কুল এর সুবিধা আছে মানি। সেখানে ভালো শিক্ষক আছে, নিয়মিত ক্লাস হয়, ভালো সহচর্য পওয়া যায়। কিন্তূ এ সব সুবিধা ছারা স্কুল যখন পাওয়া যাচ্ছে না তখন এ নিয়ে এতো হাউকাউ না করলে হয় না!!! জাতীয় পর্যায়ে পরীক্ষার মাধ্যমে নিজেদের প্রমাণ করার সুযোগ তো রয়েছেই!!!
তার চেয়ে আমরা যে স্কুলে ছেলে-মেয়েরা ভর্তি হবে তার উন্নয়নের চেষ্টা করি। বাড়িতে সামাজিকতা শেখাই। স্কুলের চেয়ে বাড়ির শিক্ষার দিকে মন দেই। নিজের সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে না পারলে সমাজে ছোটো হব দয়া করে, অনুরোধ করছি, দয়া করে এই হীনমন্যতা থেকে বের হয়ে আসি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




