আমি সেই কালপুরুষ যে মৃত্যূ নিয়ে স্বপ্ন দেখতে দ্বিধা বোধ করেনি
হ্যাঁ আমি সেই কালপুরুষ যে দুঃখগুলোকে ঢেকেছে ফুলের রঙিন চাদরে,
আমি সেই কালপুরুষ যে আগুনে হাত দিতে ভয় পায়নি
হ্যাঁ আমি সেই কালপুরুষ যার সকল স্বপ্ন্ ভেসে গেছে তোমার আমাবস্যার নহরে ।
আমি সেই কালপুরুষ যে ছুটে চলে বন্ধুর পথ চিড়ে
হ্যাঁ আমি সেই কালপুরুষ যে গড়েছিল তোমায় উচ্ছ্বসি্ত কৈশোরের ঐ দিনগূলিতে,
আমি সেই কালপুরুষ যে এক পশলা বৃষ্টিতে ভিজতে চেয়েছিল তোমার হাতটি ধরে
হ্যাঁ আমি সেই কালপুরুষ যার সকল স্বপ্নকে তুমি ঠেলে দিয়েছ এক ধূসর জগতে ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




