অফিসে বসে আছি। এটাই তো করে আসছি যেন অনন্ত কাল থেকে......
জীবনটা কেমন যেন ছেরাবেড়া হয়ে আছে। একবার এক বান্ধবি বলেছিল যার মাথায় চুলের সিথিঁ বাকাঁ-ত্যাড়া তার জীবনটাও নাকি এমন বাকাঁ-ত্যাড়া

।।হায়রে ! সেই ১৯৫৩ সাল থেকেই এই বাহারি চুল নিয়ে কতই না বাহারি ফ্যাশন।এখনো কি কিছু পরিবর্তন হয়েছে?!

মনে হয় না। চুল নিয়ে ফ্যাশন করতে মজা লাগে ত কি করবো

, কখনো ছেলেদের মত, কখনো নজরুলের বাবরি চুল,কখনো বা ন্যাড়া হেহেহে। আর এখন পিঠ ছাড়িয়ে চিড় বাঙ্গালি নারী। আর এত ফ্যাশন এ ব্যাতিব্যাস্ত থাকার ফল, চুলের সিথিঁ ছন্নছাড়া। আজ শুধুই মনে হয় , এজন্যেই কি জীবনটা এমন ছেরাবেড়া .........??
আজ যেন শুধুই অপেক্ষা.........কাউকে বলতে পারি না কিসের অপেক্ষা...বল্লেই বলে আমার চরিত্রের সাথে এটা মানায় না , কেউ অবশ্য বিশ্বাস ও করতে চায় না , আমি এত সিরিয়াস হতে পারি, আমি এত ধৈর্যশীল হতে পারি, আমি যে পাগলি, আমি যে পাগলাটে

......
কত কিছুই করে বেড়াই, কত হইচই, কত লাফজাফ, কিন্তু কোনো সিস্টেম নাই

, সব ছেরাবেড়া, সব শেষে সেই একি টার্গেট..."অপেক্ষা'......সবার চোখের আড়ালে লুকিয়ে অপেক্ষে......হাসি-কান্নার আড়ালে অপেক্ষা......ফাযলামি-আড্ডা-ইয়ার্কি ' র আড়ালে অপেক্ষা......তথাকথিত flirting এর আড়ালে ও অপেক্ষা

......জীবনটাই যেন "অপেক্ষা" শব্দটা ঘিরে ঘুরপাক খাচ্ছে...খুব কষ্টের সেই অপেক্ষাটাই আমাম্র কেন যে এত প্রিয়।।আমার সবচেয়ে মধুর...সবচেয়ে গোপন আনন্দ ...সবচেয়ে...সবচেয়ে...সবকিছুই...এই "অপেক্ষা"...
ও আল্লাহ......কবে শেষ হবে সেই ৩ বছর এর command...১ বছর তো পার করলাম, আরও ২ বছর......অপেক্ষা...অপেক্ষা......কেন তুমি ৩ বছর দিলা? লঘু পাপে গুরু দন্ড......
.........ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি......ঘাস ফুল গুলো ছন্নছাড়া.........
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪০