কতটা ভালোবাসি তা বুঝাতে পারিনি
দুঃখ নেই আজ, চাই না তুমি হাত
বাড়িয়ে দাও.
যেদিন তুমি বুঝবে অনেক ভালোবাসি
না হয় সেদিন আমি হাত বাড়াবো ছুটে এসো ,
আর না হয় কিছু দিন অপেক্ষা.
পরাজিত মানুষের কথা বিশ্বাস
নামক অনুভূতি কে স্পর্শ করে না,
হ্যাঁ আজ আমি পরাজিত
তাই হয়তো আমার হাজারো
চিৎকার তুমি শোন না.
কিন্ত সেই দিন হয়তো বেশী দূর নয়
না বলা কিছু অনুভূতি
তোমায় স্পর্শ করবে ,
বলবো না তোমায় ভালবেসে ছিলাম
বুঝে নিও আজো তোমায় কতটা
ভালোবাসি ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


