বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি...?
বল তুই আমায় ছাড়া কেমনে রবি...?
এক জীবনে একটু ভূল হতেই পারে
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে.?
আমার শুধু দোষ খোঁজে ফেরো
নিজের দোষের কথা মনে নাহি ধরো..
স্থির হয়ে ভাবো বন্ধু বসে মনে মনে
প্রতিটি মানুষ আছে নিজ দোষ গুনে..
ভুল ভুল বুঝে ভুল বুঝনা আমায়, ওহে মর দরদী দুঃখ পেওনা
দেখে মোর অশ্রু ভরা দু-নয়ন, এ অশ্রু তোমার জন্য নয়
সুখের স্মৃতি জালাতন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রীতির মালা খানি রেখে গেলাম, কত হাসি কত গানে
কত মধু আলাপনে,,,
কেটেছে কত মধুময় স্বপ্নের মায়াবী রাত
কত ফুলের ফাগুনে এসেছে কত পাখি ডাকা বাংগা প্রভাত,,,
তবুও যদি ওগো যাও কভু ভুলে,
দেখিও সেই ফেলে আসা স্মৃতির দুয়ার খুলে,,
তোমার আকাশে চাঁদ হয়ে আমি উঠবো দুলে
আমি তোমায় কথা দিলাম....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


