এই ফুল গুলো আমার খুব প্রিয়,, জানিনা আপনাদের কেমন লাগবে,,,
ছোট বেলায় এই ফুল চুরি করতে যাইয়া আব্বার হাতের যা মাইর খাইছি
এই ফুলটির নাম মোরগ ফুল,,,,,,,,,,,,,,,,,
নৌকা ভর্তি পদ্ম ফুল,,,,,,,,,,
কলমি ফুল এখন খুব একটা দেখা যায়না

কাশ ফুল সবার কাছে প্রিয় তবে এটা যেখানে সেখানে হয়না,,,

সুর্যমুখি ফুল বলি এটাকে বারি সুন্দর

বেগুনি গোলাপ ....................


সাদা গোলাপ আমার প্রিয় ..........আর এই সাদা গোলাপ দিয়ে হয়েছিল আমাদের .......

নীল গোলাপ দ্যাত ভাল লাগেনা কেমন জানি মনে হয়,,

হলদে গোলাপ আর হলদে গোলাপ আমার দুইটা ভাবির ই খুব পছন্দ

লাল গোলাপ এটা আর বলতে হয়না এই ফুল হাটে ঘাটে মাঠে ছন্দে গানে প্রেম ভালবাসায় দৌড়ায়

মাফ কইরা দেন এইটার সঠিক নাম জানিনা

এটা ও সাদা গোলাপ


এখানে একটি বিষয় লক্ষ করুন এটা নিছের দিকে ঝুলে থাকার কথা কিন্তু উপরে কেন.? :>



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


