এই গল্পটার শেষ কিন্তু শুরুতেই বলা ছিলো
কথাতা অনেকটা এমনি ছিলো বুঝি,
ছেলেটার দ্বারা হবেনা।
বিশ্বাস করিনি,
যখন ক্লাশ ভর্তি মেধাবীর ভীড়ে নিজেকে আলাদা করতে পারিনি
রোল নাম্বারের পাহাড় ডিঙোতে না পারার অপরাধে
মা'র বকুনি খেয়ে মনে পাথর চেপেছি
তখনো বিশ্বাস করে বিশ্বাস হারাইনি।
মর্তে নেমে আসা স্বর্গের অপ্সরারা
আমার নামে স্তব করেনি কখনো,
অথচ তাদের করুনার হাসিতে গলে যেয়ে
নিজের আকার হারিয়েছি বহুবার।
এই শহরটার পথে পথে হাটতে হাটতে
কলেজ রোডের শিমুল গাছের নিচে দাড়িয়ে কতবার ছিলো
আমার অর্বাচীন অপেক্ষা,
আমার বাস্তবিকই বাস্তববাদী বন্ধুরা
বহুবার আমার অপেক্ষা কিনে নিয়েছে
সময়ের অভাবের দামে।
আমার বিশ্বাস আমার অপেক্ষা
আমার নিয়ত বদলে যাওয়া আকার,
এখন আয়নার সামনে দাড়িয়ে
এইসব দেখে,
গল্পের শেষে এসে
মনে পড়লো
গল্পের শুরুটা,
আমার দ্বারা কিছুই হবে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




