১।
'' কালকেও হরতাল!!! নতুন হাত মারা শিখলে পোলাপাইন যেমন ডেইলি ৩,৪বার হাত
মারে। ভাঁড়প্রাপ্ত ফক্রুলেরও এই অবস্থা!!! :-| ''
- কবি এলিনহো।
২।
শুরু হয়েছে HPL (হরতাল প্রিমিয়ার লীগ) ।
আগামী কাল মঙ্গলবারও (খেলা) হরতাল ।
ভেন্যুঃ সারা বাংলাদেশ ।
খেলা হবেঃ সরকার(পুলিশ ও **লীগের চামচা) বনাম বিরোধী দল
আংশিক খেলা সরাসরি প্রচারিত হবে বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলে ।
পুনপ্রচার দেখতে খবর দেখুন বিভিন্ন চ্যানেলে ।
৩।
বিরোধী দলের চামচারা খে্লবে না ? তারা দলে জায়গা পায় নাই?
৪।
4rm my life all enjoys r decreasing day by day........
৫।
একটি নিছক কল্পকাহিনীঃ যে- ই ক্ষমতায় থাকুক হরতালের আগের দিন বাসে আগুন লাগে, মাঝে মাঝে এক দুইজন সেই আগুনে পুড়ে মরে। চলুন দেখি, কিভাবে আগুন লাগানোর ঘটনা ঘটে! শুরুতে রাস্তার পাশে নেতা খেতারা জড়ো হয়ে থাকে। হঠাৎ করেই তারা একটা বাসের দিকে দৌড়ে যায়। নেতা চিল্লাই এ বলতে থাকে, 'লাগা লাগা, আগুন লাগা।' খেতারা সব বাসের পাশে আগুন লাগাতে চলে যায়। এদিকে নেতা গিয়ে ড্রাইভারকে বলে, 'তাড়াতাড়ি টাকা দে, নইলে দিমু বাসে আগুন লাগাইয়্যা!' ড্রাইভার বা কন্ডাক্টার টাকা দিলে নেতা সাথে সাথেই বলে উঠে, 'ঐ দাড়া! শালায় লীগ/বিএনপি করে, ওর গাড়িতে আগুন দিস না।' আর যদি কোন কারনে ড্রাইভার মাফ চেয়ে বলে, 'বস, আমার কাছে টাকা নাই!' তাইলেই হয়েছে। নেতা সাথে সাথে বলে, 'ধুর তোর মাফের খেতা পুড়ি। ঐ লাগা, বাসে আগুন লাগা!' বাসে আগুন লাগার ঘটনাটা কল্পনা করতে পারতেছি। কিন্তু কেন জানি মানুষকে পুড়িয়ে মারার ঘটনাটা কল্পনা করতে পারছি না!
৬।
just chill , abar o hortal
৭।
আরে ভাই ৩দিন হরতাল দিবি তো আগে জানা..............যে যার বাসায় থেকে বাবা-মা র সাথে দেখা করে আসতে পারতো..............আজাইরা হরতাল দিয়ে দেশের অর্থনীতির ক্ষতি করে কোনো লাভ আছে...........দেশের নেতারা পুরাই লুলে লুলাইত.........আমাদের পুরাতন ছেড়া ২ টাকা দামের সেন্ডেলে গোবর লাগিয়ে সকল দলের নেতাদেরকে মারা উচিত...............কি বলেন বন্ধুগণ.....???
৮।
yeeeeeeeeeeeeeeee........tana 5 din-er vacation......
৯।
যদি ফিরে আসতে চাই আবার ঘুরে দাড়াই....
১০।
ওই ওই ওই...ঊহ ঊহ উহ...কালকেও হরতাল...এইবার যাইবা কই আমাগো বাচ্চিটি??? শনিবার পরীক্কা দিবার পরে কেলাশ নিবা???
১১।
Hartal.....hartal....hartallllll........ki moja....ki moja.....ki mojjaa.......
১২।
Tuesday is also strike now what will be AIUB's game plan? I guess no midnight classes.....
১৩।
হরতাল হরতাল
গাড়ী ঘোড়া চলবে না
গাড়ীর চাকা ঘুরবে না
ইলিয়াসের খবর নাই
সুরঞ্জিতের গদি নাই
জনগণের মুড়ি খাও।
১৪।
কালকেও হরতাল...আর কি লাগে...আহ...
১৫।
হরতালেরই দেশটারে ভালবেসেছি। তার সাথে এ মনটারে বেঁধে নিয়েছি।
কালও হরতাল। ঈদ মোবারক সবাইকে।
১৬।
শুক্র ও শনিবার ছিল সরকারী ছুটি আর রবি ও সোমবার বিরোধীদলীয় ছুটি!! বাঙ্গালী জাতিগত ভাবে অলস বলেই রাজনৈতিক দলগুলো হরতাল দিয়ে সুবিধা করতে পারে... কারণ হরতালের নাম শুনলেই আমরা লুঙ্গি খুলে ভাজ করে ঘরে বসে থাকি.. সত্যিই আমরা বড়ই আজব জাতি!!!
১৭।
রাজনীতিতে সৎ থাকা কঠিন, আপনার মত কাউকেই দরকার যিনি এই কঠিন কাজটাকে সহজ বানানোর জন্য কাজ শুরু করতে পারেন। আমরা আপনাকে চাই।
১৮।
প্রতিদিন হরতালের ঘোষনা না দিয়ে, আগামি ১ মাস হরতাল এই ঘোষনা দিলে ভাল হতো । তাহলে দুরভোগ কিছুটা কম হত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


