গতকাল রাত থেকেই সময় যেন স্থির হয়ে আছে! বার বার ভাবছি কোন অলৌকিক ব্যাপার যদি ঘটে! বারান্দায় দাড়িয়ে ছিলাম অনেকক্ষন...আর ভাবছিলাম "ইসস একটা টাইম মেশিন যদি পেতাম!"
হ্যাঁ...আমি অতীতে যেতে চাই! এই দিনে এই সময়ে (সকাল ৬টা ৩০ মিনিটে) আমি ফিরে যেতে চাই। বছরটা হবে ১৯৯৩। সেই সময়ে গিয়ে চুপচাপ ঘুমন্ত 'আমি' কে পাশ কাটিয়ে সোজা চলে যেতাম মার ঘরে।
আমি জানি আমি কি দেখব...মা জায়নামাজ বিছাচ্ছেন নামাজ পড়বেন বলে। আমি গিয়ে মার হাত ধরে একটানে মাকে বসিয়ে দিতাম...আর পাশের জগ থেকে পানি নিয়ে মাকে খাইয়ে দিতাম! মা অবাক হয়ে হয়তো আমার দিকে চাইতো। বলতাম 'এটা খাও আর ঠিক পাঁচ মিনিট পর থেকে নামাজ পোড়ো!'
আমি জানি আমি টাইম মেশিন পাবো না! আর আমার মা ও নামাজ পড়তে পড়তেই জায়নামাজে ঢলে পড়বেন মৃত্যুর কোলে! দশ মিনিট পর তার নিথর দেহ জাপটে ধরে সেই ছোট্ট আমি চিৎকার করে আমার অক্ষমতা সবাইকে জানান দিবো!
হ্যাঁ...এই দিনটি আমার কাছে একটা বিশেষ দিন...তবে আর সবার মতো না। এই একটি দিনের কারনে আমার জীবনের অনেক...অনেকখানি পরিবর্তন ঘটেছে। প্রতিটি বাঁকে বাঁকে আমি চেষ্টা করেছি আগের জায়গায় ফিরে আসতে! লাভের মধ্যে যেটা হয়েছে তা হলো কালক্ষেপন।
আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য...আর আমার জন্যও... যাতে আমি মার মৃত্যু ঠেকানোর উপায় হিসেবে আর টাইম মেশিন খুঁজে দুর্বলতার পরিচয় না দেই।
আমার তরফ থেকে আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা...আর নিচের লিংক থেকে আপনাদের জন্য আমার একটি বিশেষ ট্র্যাক উপহার দিলাম! আশা করি ভাল লাগবে!
Click This Link