
১.
-নিজের সৃষ্টিকে এভাবে কষ্ট দাও কেন?
-দুঃখ কষ্ট সুখ সবই আপেক্ষিক!
-তাই বলে নিজের সৃষ্টিকে?
-সৃষ্টি ধ্বংসও আপেক্ষিক!
.
.
.
২.
পড়া শেষে গম্ভীর হয়ে কবি বললেন, আমি কবিতা বুঝি না।
ভাবলাম, লেখাগুলো তাহলে কবিতার পর্যায়ে উত্তীর্ণ হতে ব্যর্থ হলো!
.
.
.
৩.
হলুদ খাম ছিঁড়তেই টুপ করে বেরিয়ে পড়লো রক্ত দিয়ে লেখা চিঠিটা!
সাথে কিছু গোলাপের পাপড়ি।
কিন্তু ঠিকানাটা ভুল ছিল।
ছবি: গুগলমামা।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


