এবারের বই মেলা থেকে এ পর্যন্ত সর্বমোট ২৩টি বই কিনলাম। তন্মদ্ধ্যে ইতোমধ্যে ৪টি বই পড়া শেষ হয়েছে। পঠিত বইসমুহ থেকে প্রতিদিন ১টি করে বই নিয়ে সংক্ষিপ্ত মতামত তুলে ধরবো ঈনশাআল্লাহ। এর উদ্দ্যেশ্য হলো যারা বই পড়তে ভালবাসেন, সংগ্রহ করতে চান অথচ কোন বইটি কিনবেন সে সিদ্ধান্তহীনতায় ভোগেন তাদেরকে আশা করি কিছু বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো।
সংগ্রহীত বইসমূহের তালিকা নিম্নে উল্লেখ করলাম। এরপর এক একটি করে নিজস্ব সংক্ষিপ্ত মতামত তুলে ধরবো।
১. আয়না - আবুল মনসুর আহমদ
২. ফুড কনফারেন্স - আবুল মনসুর আহমদ
৩. তেইশ নম্বর তৈলচিত্র - আলাউদ্দিন আল আজাদ
৪. আলোর দিশারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী - একেএম শামসুল আলম
৫. রূপজালাল - নবাব ফয়জুন্নেসা চৌধুরানী
৬. সুলতানার স্বপ্ন - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
৭. নারী প্রগতির চার অনন্যা - আহমদ রফিক
৮. তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা - লে: কর্ণেল(অব) এম এ হামিদ
৯. ভারত স্বাধীন হল - মৌলানা আবুল কালাম আজাদ
১০. জিন্নাহ ; ভারত দেশভাগ স্বাধীনতা - যশোবন্ত সিংহ
১১. বঙ্গে মগ ফিরিঙ্গি ও বর্গীর অত্যাচার - মুহম্মদ আব্দুল জলিল
১২. রাজনৈতিক কবিতা - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
১৩. আলোর উৎস - ইমাম আল-গাযালী
১৪. আল কোরআনের নসিহত - আবুল মনসুর আহমদ
১৫. নির্বাচিত গল্পগ্রন্থ - কাজী নজরুল ইসলাম
১৬. লালসালু - সৈয়দ ওয়ালীউল্লাহ
১৭. ছোট বকুলতলার মোড় - মানিক বন্দোপাধ্যায়
১৮. আমিনুল ইসলাম চৌধুরী : নির্বাচিত রচনা সমগ্র
১৯. চার পাখি ষোল আখি - আমির সোহেল সম্পাদিত
২০. ব্রক্ষ্মপুত্রের পাড়ে - তসলিমা নাসরিন
২১. আরজ আলী মাতুব্বর - বাংলা একাডেমী
২২. বাংলা ভাষার অভিধান - বাংলা একাডেমী
২৩. গ্রীস ও ট্রয়ের উপাখ্যান - আবদার রশীদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



