অফিসের ব্যস্ততার কারনে অনেক দিন ব্লগে আসা হয় না। আজ এই গানটা শোনার সময় মনে হলো ব্লগের সবার কথা। রবীন্দ্রনাথের সব গানই আমার প্রিয় তবে এই গানটা প্রিয়তম.......... আপনাদের সবার সাথে শেয়ার করছি।
তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া ।
বুকে চমক দিয়ে তাই তো ডাক’
ওগো দুখজাগানিয়া ।।
এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে,
তরী এল তীরে–
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া ।।
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে ।
আমায় পরশ ক’রে প্রাণ সুধায় ভ’রে
তুমি যাও যে সরে–
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া ।।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




