জানিনা কবে আসবে তুমি,
আমি তোমার প্রতীক্ষায় থাকি।
হয়তো আসবে তুমি সকালের মিষ্টি রোদ হয়ে,
না হয় আসবে তুমি একপশলা বৃষ্টি হয়ে,
হয়তোবা আসবে তুমি সন্ধ্যার কনে দেখা রোদ হয়ে।
আমি তোমার অপেক্ষায় থাকি,যদিবা ভুল করে আসো তুমি।
একটিবার, শুধু একটিবার।
আমি যে অপেক্ষায় আছি তোমার !
তুমি আসবে, দু-হাত বাড়িয়ে দিবে,
বলবে, এসো চলো হারিয়ে যাই বহুদূরে,
যেখানে নেই কোন কোলাহল,
শুধু তুমি আর আমি।
তোমাতে আর আমাতে মিলে হবে এক অন্য জগত।
কবে আসবে সেই সময়?
আমি সেই দিনের প্রতিক্ষায় আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


