
রানু বলে পাজী-পোলা সাধু কেন নীল?
অকপটে বলে ভাই ব্লগে সব হয়
শুন ফুয়াদের বাপ এক্ষেত্রে কি কয়?
ফাতেমায় বলে চুপ আসে গেঁয়োভূত।
জানা ও জাদিদ বলে রাখ খোশ দিল
চারা গাছ বাড়ে দ্রুত নেই আর ভয়
মিরোরডডল আপু দিলাম অভয়
নতুন ব্লগার হবে ব্লগারের পুত।
সোহানী কলাবাগান শেরজা তপন
নজসু রানার ব্লগ জুল ভার্ন বক
কাল্পনিক ভালোবাসা বুবলা আপন
পরস্পর; নীতি মনে তারা নয় ঠক।
সোনাবীজ সোনাগাজী শায়মা বিটপি
সামুর ব্লগার সব যেন ফুল ঝাঁপি।
# সাতাত্তর শব্দে কপি রাইটিং সনেট
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




