
ফেলা হয় ডাস্টবিনে এবং রাখা হয় আলমারীতে। আলমারীতে সম্পদ সংরক্ষণ করে রাখা হয় এবং প্রয়োজনে সেখান থেকে সম্পদ নিয়ে বার বার কাজে লাগানো হয়। আর ডাস্টবিনে আবর্জনা একেবারেই ফেলে দেওয়া হয়।
আমার পোষ্টে কেউ মন্তব্য রেখে গেলে আমি তা’ সযতনে খুশী মনে পোষ্টে রেখে দেই। আর কেউ মন্তব্যের নামে আমার পোষ্টে আবর্জনা ফেলে গেলে আমি তা’ দ্রুত মুছে ফেলি।
মোহাম্মদের (সা.) উপদেশ চৌদ্দশত বছরের পুরনো। যীশুর উপদেশ দুই হাজার বছরের পুরনো। বুদ্ধের উপদেশ আড়াই হাজার বছরের পুরনো।মোজেসের উপদেশ সাড়ে তিন হাজার বছরের পুরনো। কৃষ্ণের উপদেশ তার চেয়ে বেশী পুরনো। পুরনো বলে রানু মোহাম্মদের (সা.) উপদেশ পরিত্যাগ করতে বলে। অথচ রানু তারচেয়ে বেশী পুরনো কারো উপদেশ পরিত্যাগ করতে বলে না। অথচ যীশুর অনুসারী মোহাম্মদের (সা.) অনুসারী থেকে বেশী। আর কৃষ্ণের অনুসারীও প্রায় শতকোটি। মোহাম্মদের (সা.) সাথে রানুর কোন জম্মের শত্রুতা? সুতরাং রানু চৌদ্দশত বছরের পুরনো বলে মোহাম্মদের (সা.) উপদেশ পরিত্যাগ করতে বলে আমার পোষ্টে কোন মন্তব্য প্রসব করলে আমি তা ডস্টবিনে ফেলে দেব।
কোন একজন আমাকে কোরআন ছেড়ে কার্ল মাক্সের কিতাব পাঠ করতে বলে। আমি তাকে বললাম ঠিক আছে তুই মাক্সের কিতাব ও কোরআন আমাকে পাঠ করে শুনা। যদি মাক্সের কিতাব কোরআন থেকে ভালো শুনায় তবে আমি মাক্সের কিতাব পাঠ করব। কিন্তু বাস্তব ঘটনা হলো মাক্সের কিতাব পাঠকারী ক্রমে কমে যাচ্ছে এবং কোরআন পাঠ কারী ক্রমে বেড়ে যাচ্ছে। আর কোরআন হলো বিশ্বের সবচেয়ে বেশী পঠিত পুস্তক এবং এটি বিশ্বের সবচেয়ে বেশী ছাপানো পুস্তক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পাঠ সবচেয়ে বেশি বিদ্যমান। এর তেলাওয়াত যত বেশী মনমুগ্ধকর অন্য কোন পুস্তকের তেলাওয়াত ততবেশী মনমুগ্ধকর নয়। না বুঝেও এ পুস্তক সকলে তন্ময় হয়ে শুনে। আর না বুঝে অন্য পুস্তক কেউ মোটে শুনতেই চায় না। এর মুখস্তকারী সংখ্যা এখন প্রায় ছয় কোটি বলে শুনা যায় অন্য কোন কিতাব সম্পূর্ণ মুখস্তকারী ছয় জন করে পাওয়া যাবে কিনা সন্দেহ। তথাপি রানু যদি কোরআনের বদনাম গেয়ে অন্য পুস্তকের সুনাম গায় তখন কেমন লাগে?
রানু হুরের বদনাম গেয়ে লাবণ্যের গালে চুমা খায়। তথাপি রানুর স্ত্রী নাকি তার সুনাম গায়। রানুর স্ত্রী নুন খায় যায় গুন গায় তার। এ নিয়ে রানু আনন্দে গদগদ, সে নাকি সবচেয়ে ভালো মানুষ। অথচ চাচা হিসাবে আমার ওরে বিড়িটানা বখাটে পোলা মনে হয়। আশাকরি আমাদের চাচা ভাতিজার বিষয়ে অন্য কেউ নাকগলাবেন না। আমার ভাতিজারে আমি দু’টা মন্দ কথা বলতেই পারি। তাতে কার বাপের কি?
রানু সহ অনেকে পুরনো দের কথা বাদ দিয়ে নতুনদের কথা শুনতে বলে। নতুন মানব হলো বাইডেন ও পুতিন। ওমা ওমা এরাই আবার বাইডেন ও পুতিনের বদনাম গায়। তারমানে তারা ইনিয়ে বিনিয়ে বুঝাতে চায় তারা সবচেয়ে মহামানব। সুতরাং অন্য সবার কথা বাদ দিয়ে শুনতে হবে শুধু তাদের কথা। তারা হলো রানু ও সোগা। ওমা ওমা তাদেরও দেখি বদনামের অন্ত নাই। রানুর ভালো হওয়ার প্রমাণ রানুর স্ত্রী তাকে ভালো কয়। সোগার স্ত্রী তাকে কি কয় সোগা সেটা এখনো বলেনি। যাক আমি চিন্তা করছি রানুর স্ত্রীর সাথে দেখা করে রানুর সম্পর্কে জানব। কারণ রানুর কথা আমার একদম বিশ্বাস হয় না। ও পোলা কোন সময় কোন সুন্দরী মাইয়ার গালে চুমা খাইব সেই তালে থাকে। সেজন্য ভাতিজা হলেও ওরে আমি মনের ভুলেও কোন দিন আমার বাসায় আসতে কই না। ও যে বান্দরের বান্দর। কোন সময় চাচী ও চাচাতো বোনদের গালে চুমা দিয়া বসে বলা যায় না। তবে আমি ওদেরকে বলেছি রানু থেকে সাবধান!
সামুকে আমি কখনো ডাস্টবিন মনে করি না। আমি সামুকে জ্ঞানের সবচেয়ে বড় আলমারী মনে করি। সেজন্য আমি ব্লগারগণকে এখানে তাঁদের জ্ঞানের সম্পদ রেখে যেতে বলি। তাদের আবর্জনা এখানে ফেলে যেতে নিষেধ করি। পোষ্ট, মন্তব্য, প্রতিমন্তব্য ও লাইকে দয়া করে কেউ এখানে কোন আবর্জনা ফেলে যাবে না। একজন মডু কাঁহাতক আবর্জনা সাফ করতে পারেন? সুতরাং যারাই এখানে আসছেন ফিরার বেলায় তাদের প্রতি আমার জিজ্ঞাসা, জনাব ব্লগে কোন কিছু ফেলে গেলেন কি? যদি এখানে কোন কিছু ফেলে দিয়ে থাকেন তবে দয়া করে সাফ করার দায়িত্বটুকুও নিজ দায়িত্বে পালন করুন। সামু হয়ে উঠুক একটি চমৎকার ফুল বাগান। শুভেচ্ছা সবার প্রতি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




