
জাতির জনক কবি আখ্যা পেলেন বলে
আমার মনে কবি হওয়ার অদম্য সাধ জাগলো
কিন্তু আমি কবি হতে গিয়ে শুনি
দেশে নাকি কাউয়ার সংখা থেকে কবি সংখ্যা বেশী
তবে কি জাতির পুত্র-কন্যা সব কবি হয়ে গেল?
দোষ নিয়েন না ভাই-বোন
পুত্র-কন্যাগণ ধরেছে জনকের পথ!
এখন আমরা এক কবি জাতি
সুতরাং ধন্য ধন্য ধন্য হে কবি বৃন্দ
আপনারাই হলেন জাতির সোনার সন্তান।
গোল গোল গোল
এখানে হবে না কোন গন্ডগোল
ঐক্যের মহাসমুদ্রে আমরা ভাসমান জাতি।
কিছু কি ভুল বলেছি সোনা ভাই?
এখন প্রথম পাতায় কবিতার জয় জয়কার
সুতরাং এদেশে কবিতা হবে সকাল দুপুর রাতে
কবি আলমগীর সরকার লিটন অমোঘ কবিতা লিখবেন
যার মর্ম উদ্ধারে গবেষণায় লিপ্ত থাকবেন অন্য কবিগণ
তাদেরকে ধন্যবাদ জানাবেন কবি মহামতি আলমগীর সরকার লিটন
যিনি কবিদের একজন মহান সরকার।
তাঁর অঙ্গুলি হেলনে চলবে কবিতা কবিতার মহাসড়কে
তাতে কেউ এক্সিডেন্ট করলে কবির কি দোষ?
গুণধর এ জাতির কোথাও কারো দোষ নেই।
নিন্দুকেরা অহেতুক এ জাতির দোষ ধরে।
নিপাত যাক যত্তসব নিন্দুকের দল।
রচিত হোক আগামীর যশ গাঁথা
হোক সেটা কোন ছেঁড়া কাঁথা
অকুতভয় জাতি সেকথার পরোয়া করে না।
উৎসর্গ- সোনাবীজ ও সোনাগাজী
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




