
ধিরে ধিরে বড় হোক নতুনের ডানা
জ্ঞানে-গুনে সর্বক্ষেত্রে উন্নত সে হোক
তার গুণে মানুষেরা শান্তিতে থাকুক
নিরুপমা হয় যেন শারমিনের মা।
হে জান্নাতুন নাইম খুব হোক জানা
তোমার সকল কিছু, পাইন ও ওক
সুন্দর বৃক্ষের মত। আর তো ভাবুক
হও তুমি বিশ্বসেরা প্রাণের প্রতিমা।
কন্যাগণ পিতৃহৃদে স্বপ্নের প্রদীপ
নতুনের আছে দু’টি অন্তরেতে জ্বলে
সুখের সাগরে তারা স্বপ্নময় দ্বীপ
এরকম কন্যা ক্ষেত্রে পিতৃমন বলে।
গুণে-জ্ঞানে চিরকাল ডানা দিয়ে ডুব
সুখেথাক ডানামনি দোয়াকরি খুব।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




