
জান্নিাতি নারী নিজের রূপ দেখে নিজেই দিশেহারা হয়ে যাবে।কিঞ্চিৎ চেতনা ফিরার পর সে বলবে আমি কে? জান্নাতি হুরগণ বলবে, আপনি আমাদের রানী। জান্নাতি নারী হুরদের দিকে তাকিয়ে অবাক হয়ে যাবে এটা ভেবে যে, সে এমন সুন্দরী নারীদের রানী। সে বলবে তোমরা কারা? তারা বলবে আমরা আপনার দাসী-বাঁদী। জান্নাতি নারী বলবে, ঠিক আছে খাবার নিয়ে আস। সে তখন খেতে থাকবে পেট ভরে তার খাবারে ব্যঘাত সৃষ্টি হবে না। বহুকাল ধরে তার খানা-পিনা চলতে থাকবে। তারপর সে বলবে এবার নাচ-গানের আয়োজন কর। সে বহুকাল ধরে নাচ-গান উপভোগ করতে থাকবে। চোখে ঘুম এসে তার নাচ-গান উপভোগে ব্যাঘাত সৃষ্টি করবে না। তারপর সে বলবে আমার জন্য সাজ-পোশাক নিয়ে এসো। সাজ-পোশাকে মুগ্ধ হয়ে সে কাটিয়ে দিবে বহু কাল। হুরগণ বহুকাল ধরে তাকে সাজিয়ে তুলবে। কেউ এস সিগ্র সাজাও বলে তার সাজ-পোশাকে সজ্জিত হওয়াতে ব্যঘাত সৃষ্টি করবে না। তারপর সে বলবে চল বেড়াতে যাই। বহুকাল ধরে সে বেড়াতে থাকবে। কেউ তার বেড়াতে থাকায় ব্যাঘাত সৃষ্টি করে বলবে না চল ফিরে চল সময় শেষ। কারণ সেখানে সময় শেষ হবে না। কারণ সেখানে অফুরন্ত সময়। তারপর সে বলবে আমার রাজা কই? রাজাকে ডেকে আনা হবে। সে তার রাজার সাথে একান্তে সময় কাটতে থাকবে। কেউ ব্যঘাত সৃষ্টি করে বলবে না ফিরে চল সময় শেষ। তারপর সে সখিদের সাথে জান্নাতি ঝরণায় গোছল করতে থাকবে। এভাবে একের পর এক তার আনন্দ উদযাপন চলতে থাকবে। যে আনন্দ উদযাপন চলতে থাকবে অফুরন্ত সময় ধরে একের পর এক। জান্নাতের নির্মাতা আল্লাহ বললেন, জান্নাত অকল্পনীয় সুন্দর ও সুখময় স্থান।
নিন্দুকেরা জান্নাতের যতই নিন্দা করুক মুমিন এর পরোয়া করে না। তারা বলে একবার তো সেখানে গিয়ে দেখি। তার পরের কথা পরেও ভাবা যাবে। নাস্তিকেরা বলে সব ঝুট হ্যায়। মুমিন বলে তাতেও পরোয়া করি না। কারণ তোমার কথা সত্য হলে আমাকে এর জন্য আফসুস করতে হবে না। কিন্তু আমার কথা সত্য হলে তোমার জন্য থাকবে অনন্ত আফসুস।
জান্নাতের কথায় কোন জটিলতা নেই। এর বিপরীত কথায় অনন্ত জটিলতা। জটিল ভাই এ বিষয়ে ভালো বলতে পারবেন। সোনাভাই এখন কমেন্ট করতে পারছেন না। সুতরাং এ বিষয়ে তাঁর থেকে দু’টো বাজে কথা শুনার আশংকা নেই। সেজন্য অনেকে এখন নির্ভয়ে পোষ্ট দিচ্ছেন। এক দিক অন্ধকার হলে অন্য দিকে ঝলমলে আলো। সুতরাং ব্লগ চলছে ভালো। কারো জন্য পৃথিবী কোন দিন বসে থাকে না। পৃথিবী চলতে থাকে তার আপন গতিতে, এটা সবাইকে ভাবতে হবে। হামবড়া ভাব আসলে ভালো নয়। এটা যতদ্রুত বুঝা যায় ততই মঙ্গল। আমার শত্রুকূলের জন্য অগ্রিম শুভেচ্ছা। সমাগত ঈদের জন্য ঈদ মোবারক।
একদগল আছে কথার মধ্যে বাঁহাত ঢুকিয়ে দেয়। পোষ্ট দিয়ে তাদের জন্য একটু ভয়ে ভয়ে থাকি। রোজ রমজানের দিন, শয়তান বন্দ্বী থাকে। সেজন্য মনে সাহস নিয়ে একটু পোষ্ট দেই আর কি!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




