সূরাঃ ৫৫ রাহমান, ৫৬ নং হতে ৬১ নং আয়াতের অনুবাদ-
৫৬। সেই সকলের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জ্বীন স্পর্শ করেনি।
৫৭। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে।
৫৮। তারা যেন পদ্মরাগ ও প্রবাল
৫৯।সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে।
৬০। উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?
৬১। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে।
সূরাঃ ৫৫ রাহমান, ৭০ নং হতে ৭৭ নং আয়াতের অনুবাদ-
৭০। সেই উদ্যানসমুহেন মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ।
৭১।সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে।
৭২।তারা হুর, তাবুতে সুরক্ষিতা।
৭৩। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে।
৭৪। এদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা জ্বীন স্পর্শ করেনি।
৭৫। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে।
৭৬। ওরা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়া ও সুন্দর গালিচার উপর।
৭৭। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে।
* হুরগণ হবেন নারীগণের সই। তারাই এমন সুন্দরী হলে নারীগণ কেমন সুন্দরী হবেন? সখের সৃষ্টি বলেই এদেরকে আল্লাহ এমন সুন্দরী করেছেন।জান্নাতে তাদের রূপ কখনই বিবর্ণ হবে না। জান্নাতে সত্তর অধীক নারীগণের মনরঞ্জনের জন্য একজন করে পুরুষ থাকবে। তবে নারীগণ তাদের থেকে উন্নত কারো সঙ্গ কামনা করে বিধায় পুরুষটিকে তাদের কর্তা বানানো হবে।
দুনিয়ায় একজন নারীর জন্য একজন পুরুষ রয়েছে। সেই একজন দ্বারা তারা যে শান্তি পেয়েছে জান্নাতে ভাগের বর দ্বারা তারা এর চেয়ে বেশী শান্তি পাবে। তারা প্রত্যেকে একজন বর চাইলে হবে না। কারণ জান্নাতে অতবেশী পুরুষ এর মালিক আল্লাহর কাম্য নয়। কারণ নারী জান্নাতের সৌন্দর্য বাড়াবে। সেজন্য আল্লাহর সখের জান্নাতে নারী সংখ্যা পুরুষের সত্তর গুনের বেশী হবে।
আল্লাহ পুরষ সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আর তাঁর সখের সৃষ্টি নারী সৃষ্টি করেছেন পুরুষের বুকের হাঁড় দ্বারা। সখের সৃষ্টি বলেই আল্লাহ কারো উপর বেশী খুশী হলে তাকে কন্যা সন্তান দান করেন। তারপর আল্লাহ পুরুষকে বেশী কঠিন কাজের দায়িত্ব দিয়েছেন এবং সখের সৃষ্টি নারীকে দিয়েছেন কম কঠিন কাজের দায়িত্ব।সুতরাং জান্নাতে গিয়ে নারীগণ আল্লাহকে ধন্যবাদ জানাবেন।সুতরাং এখন নারীবাদীগণ যা বলছে আল্লাহ তা’ কানে তুলছে না। আর এরা জান্নাতে গিয়ে জান্নাতের পরিবেশও নষ্ট করবে না। এরা তাদের প্রিয়জনদেরকে নিয়ে জাহান্নামে বসবাস করবে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৩ বিকাল ৩:৫২