রাজপুত্র হ্যারি তার হারিয়ে যাওয়া মাকে রোজ মনে করে। সে প্রতিদিন তার মাকে নিয়ে পোষ্ট দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দেয় সে তার মাকে ভুলেনি। আমিও আমার হারিয়ে যাওয়া মাকে খুব মনে করি।
সবচে আমার ভালো লাগে ভালো লাগে সবার আগে
এ দুনিয়ার সবার চেয়ে শুধু আমার মাকে
তাঁর কথাই আমার মনে সবচে বেশী থাকে।
মা হারালো কোন বনেতে খুঁজে পেলাম নিজ মনেতে
সেথায় দেখি আছেন তিনি প্রতি বাঁকে বাঁকে
এভাবেই মাকে মনে সন্তান আগলে রাখে।
হ্যারির মা হয়ত বিখ্যাত। অন্য সবার মা অখ্যাত হলেও। সবার মা সবার নিকট সেরা। যেমন দেখলাম জাহাঙ্গিরের মাকে। এদেশের মানুষ তাঁকে সম্মান জানিয়েছে। শেখ হাসিনার মায়ের প্রতিও অনেকের অনেক শ্রদ্ধা। ঘাতকেরা তাঁকে হত্যা করলো কেন সেটা আমি আজো বুঝতে পারিনি। আমি এটাও বুঝতে পারিনি তারা রাসেলকেইবা কেন হত্যা করলো। আর দেখি জাইমাকে তার বাবাকে নিয়ে পোষ্ট দিতে। অনেকে তাঁকে খাম্বা তারেক বলে। তাতে কি? তিনি জাইমার তো বাবা। আর মেয়েদের বাবা অনেক প্রিয় হয়। তাহলে বুঝুন বাবার কারণে হাসিনার মনে কত কষ্ট।
আমি কারো বাবা-মা নিয়ে নেতিবাচক কথা বলতে চাই না। তাঁরা তাদের সন্তানদের মনে চিরকাল বেঁচে থাকুন। আমি আমার বাবা-মায়ের স্মৃতি ভুলতে পারি না। এখন সুধু তাঁদেরকে স্বপ্নে দেখি। যখন তাঁদেরকে স্বপ্নে দেখি তখন খুব ভালো লাগে। জেগে গেলে মনে হয় স্বপ্নটা যদি আরো দীর্ঘ্য হতো তবে তো আরো কিছুটা সময় ভালো লাগতো।
বাবা-মা চলে গেলে মনে হয় মাথার উপর থেকে কি যেন সরে গেলো। তাঁরা বেঁচে থাকতে সেটা ভাবাও যায় না। আমি আরো কিছু দিন বেঁচে থাকতে চাই আমার সন্তানদের জন্য আরো কিছু করতে পারার জন্য। তাদেরকে প্রতিষ্ঠিত দেখতে পেলে শান্তি পাব। হাসিনার বাবা চলে গেলেও হাসিনা এখন প্রতিষ্ঠিত। হাসিনার বাবার হাসিনার জন্য শুভ কামনা এবং শুভকামনা হ্যারির মার হ্যারির জন্য। মা হারা ছেলেটি সুখে থাক।