
নূরানী মুমিন মুখ গিয়াস উদ্দিন
হৃদয় গহিন হতে দেখে প্রীত হই
আপনার জীবনের নায়ের গুলোই
যেথা আছে কাঞ্চনের সুন্দর প্রলেপ।
কিছুটা নিস্প্রভ ব্লগ লিটন বিহীন
সে সময় এ বেলায় খুঁজে পাই কই
কেমন সুন্দর ছিলো কাব্যে হই চই
ছন্দে ছন্দে ক’জনার মধুর আলাপ।
মুগ্ধ হয়ে পড়তাম সুরম্য কথার
আলাপন বার বার অতীব উত্তম
মধুময় বাণী দল। এখন তা’ আর
নেই ব্লগে। যা আছে তা’ সুখপঠ্য কম।
ব্লগের চন্দন ছিলো লিটনের দল
তাঁদের চাঞ্চল্যে ছিলো ব্লগে কোলাহল।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



