
মোজেস ঈশ্বরের কথা বলেছেন, তাঁর বিধানের কথা বলেছেন। ইহুদীগণ তাঁর কথা বিশ্বাস করেছে। কারণ তিনি কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। যা ইহুদীদের তাঁকে বিশ্বাস করার জন্য যথেষ্ট মনে হয়েছে।যীশু ঈশ্বরের কথা বলে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। কিন্তু তিনি ইহুদী বিধানে পরিবর্তন ঘটাতে চেয়েছেন। শাসকের সেটা পছন্দ হয়নি বলে শাসক তাঁকে শুলে চড়িয়ে হত্যা করেছে। তাতে জনগণের যীশুর প্রতি সহানুভতি জেগেছে। ফলে দলে দলে লোক যীশুর অনুসারী খ্রিস্টান হয়েছে। মোহাম্মদ (সা.) আল্লাহ নামে ঈশ্বরের কথা বলেছেন। তিনি বলেছেন, যীশুকে হত্যা করা হয়নি, আল্লাহ তাঁকে রক্ষা করেছেন। তিনি ঈশ্বরের পূর্ববিধান পরিবর্তনের কথা বলেছেন। তিনি কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। তাঁর বিপক্ষ দল তাঁর বিরুদ্ধে যুদ্ধ করেছে। তিনি তাদেরকে পরাজিত করে তাঁর প্রচারিত আল্লাহর বিধান ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। তবে এখনো সরাবিশ্বে খ্রিস্টান সংখ্যাই বেশী।
কুরুক্ষেত্র যুদ্ধে ধীতরাষ্ট্রের ছেলেরা পরাজিত হলে তিনি এর কারণ জানতে চান। তখন সঞ্জয় বলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিপক্ষে ছিলেন। অবশেষে ভারতবাসী শ্রীকৃষ্ণকে ভগবান মানতে শুরু করে। অবশেষে মোহাম্মদের (সা.) অনুসারীরা ভারত জয় করে ইসলামের দাওয়াত দিলে এক তৃতীয়াংশ ভারতবাসী ইসলাম কবুল করে মুসলিম হয়ে যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভারত রক্ষা করতে পারেননি।
ঈশ্বর অবিশ্বাসীরা বলছে ঈশ্বর বলতে কিছু নেই। তাদের এ অবিশ্বাসের হেতু কি? তারা বলছে ঈশ্বর থাকার প্রমাণ নাই। তো ঈশ্বর না থাকার প্রমাণ আছে কি? তারা ঈশ্বর না থাকার কোন প্রমাণ দেখাতে পারছে না। সুতরাং তাদের অবিশ্বাস অহেতুক বিবেচিত হলো। সেজন্য ৮০% মানুষ এখনো ঈশ্বর বিশ্বাসী।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


