
ফারাজা এখন হলো শৈশব বেলার
তোমার সময় গুলো। পিতা ও মাতায়
রাখছে তোমায় খুব স্নেহ-মমতায়
যা দেখি কাঁচের মত স্বচ্চ ও নির্মল।
এভাবেই বড় হও আদরে সবার
গুণ আর গরিমার লতায়-পাতায়
সর্বদায় সদাচারে জ্ঞানের কথায়
ছড়িয়ে সানন্দ সব কৃষ্টি পরিমল।
রাজীব-সুরভী কন্যা দেখলাম খুব
তোমার শৈশব ভাব।পরিপাটি মন
হয়ত তোমার আছে করি অনুভব
বুঝাযায় সেরকম এমন এখন।
সনেটের মত হবে অনবদ্য কাজে
আমার মনেতে যেন সেই সুর বাজে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


