
যারা বলে সব কিছু এমনি এমনি হয়েছে ঈশ্বর বলতে কেউ নাই, তাদের প্রতি প্রশ্ন হলো সব কিছু এমনি এমনি হতে পারলে ঈশ্বর এমনি এমনি হতে পারলেন না কেন? তারা উল্টা প্রশ্ন করে ঈশ্বর এমনি এমনি হতে পারলে আর সব কিছু এমনি হতে পারেনি কেন? এ প্রশ্নের উত্তর সহজ। ঈশ্বর প্রথমে এমনি এমনি হয়েছেন, তারপর তিনি এমনি এমনি হওয়া বন্ধ করে দিয়েছেন; সেজন্য তাঁর এমনি এমনি হওয়ার পর আর কোন কিছু এমনি এমনি হতে পারেনি। ঈশ্বর এমনি এমনি হওয়া বন্ধ করলেন কেন? এ প্রশ্নের উত্তরও সহজ। এমনি এমনি ঈশ্বরের চেয়ে বড় কেউ হয়ে যেন ঈশ্বরের ঈশ্বরত্ব খতম করতে না পারে সেজন্য ঈশ্বর নিজে এমনি এমনি হয়ে এমনি এমনি হওয়া বন্ধ করে দিয়েছেন।সুতরাং বাস্তবতা সাপেক্ষে এটাই সাব্যস্ত হলো যে, ঈশ্বর এমনি এমনি হয়ে এমনি এমনি হওয়া বন্ধ করে দিয়ে তাঁর পরিকল্পনা মাফিক তিনি সব কিছু সৃষ্টি করেছেন ও করছেন।
মুসলিমগণ ঈশ্বরকে আল্লাহ বলে। আল্লাহ বলেছেন, তাঁর মত কেউ নেই। তাঁর মত আরো কেউ থাকলে মহাজগতে শৃঙ্খলা থাকতো না। একজন বলতো সূর্য পূর্ব দিক থেকে উঠুক, অন্যজন বলতো সূর্য পশ্চিম দিক থেকে উঠুক। এমন বিবাদ লড়াই সংগ্রামে মহাজগত ধ্বংস হয়ে যেত। সুতরাং আল্লাহর মত আর কেউ নেই। আল্লাহ একাই আছেন। সুতরাং এমনি এমনি হওয়া এখন বন্ধ আছে। কারণ এটা চালু থাকলে আল্লাহর চেয়ে বড় কেউ হয়ে তাঁকে শেষ করে দিত। যেহেতু তিনি বহাল তবিয়তে আছেন সেহেতু এটা পরিস্কার যে এমনি এমনি হওয়া এখন আর চালু প্রক্রিয়া নয়। আর এটা আর চালু হবে না। কারণ আল্লাহ বলেছেন তিনি চিরস্থায়ী। সুতরাং যিনি এমনি এমনি হওয়া পদ্ধতি বন্ধ করেছেন তিনি এটা আর চালু করবেন না এটাও সাব্যস্ত হয়ে গেল।
যখন কিছুই ছিলো না তখন এমনি এমনি হওয়া ছাড়া কোন উপায় ছিলো না। সেজন্য তখন ঈশ্বর এমনি এমনি হলেন। তখন ঈশ্বরকে সীমা দিয়ে সীমাবদ্ধ করার কেউ ছিলো না সেজন্য ঈশ্বর অসীম হয়ে গেলেন।তারপর তিনি নিজের ঈশ্বরত্ব বজায় রাখার জন্য এমনি এমনি হওয়া বন্ধ করে দিলেন। এমনি এমনি হওয়া বন্ধ করে দিয়ে ঈশ্বর তাঁর পরিকল্পনা মত সব কিছু সৃষ্টি করলেন। আল্লাহ সে কথাই বলেছেন যে তিনি সব কিছু সৃষ্টি করেছেন।
ঈশ্বর সহ সবকিছু যদি আবার এমনি এমনি বিলুপ্ত হয়ে যায়? তা’ আর হচ্ছে না। কারণ এমনি এমনি হওয়াই এখন বিলুপ্ত। তাহলে আর এমনি এমনি সব কিছু বিলুপ্ত হবে কেমন করে? তা’ ছাড়া ঈশ্বর অসীম ও অফুরন্ত। সেজন্য তাঁর পক্ষে ফুরিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং তিনি আছেন এবং চিরস্থায়ী থাকবেন।
যারা বলছে সব কিছু এমনি এমনি হয়েছে ঈশ্বর নেই, তাদের এ কথা সঠিক নয়। কারণ তাদের কথা অনুযায়ী এমনি এমনি সব কিছুর সাথে ঈশ্বরও হয়েছেন। সুতরাং কোন অবস্থায় ঈশ্বর নেই, এমন কথা বলা যায় না। বাস্তব কথা হলো ঈশ্বর প্রথমে এমনি এমনি হয়ে এমনি এমনি হওয়া বন্ধ করে নিজে সব কিছু সৃষ্টি করে নিজে এসবের নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। এটা বোধগম্য সত্য। সেজন্য ৮০% এর বেশী মানুষ এটা স্বীকার করে। আর যারা অগ্রহণযোগ্য কথা বলে শুধুমাত্র তারা ঈশ্বরকে অস্বীকার করে তাঁর কুফুরী করে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



