
বিবর্ণ বিকেল আশাহত তোমায় ছাড়া
ঝলমলিয়ে হাসনাতো?
কলকলিয়ে কথা বল না এবেলা
তোমার কথার নদী এখন কোথায়?
গত রাতের কেনা পোশাক তুলে তুলে
হেঁটে আসবে ভেবেছি
জীবনটা বেদরকারী মনে হচ্ছে
অযথা সময় কাটে।
বালিকা এক
এসে বলে দিদি মনি আসবেন না
একলা বসে বসে দিঘির হাঁস গণ তাহলে
আসবেন না? এ যেন বজ্রাঘাত
কি হলো আবার? –কাকু বকেছেন
তোমার সাথে মিলামিশা বন্ধ
কবিতার ছন্দের তবে কি হবে?
আমায় শুনাতে পার যদি ইচ্ছে হয়
দারুণ লিখ তুমি
বইমেলা থেকে তোমার সব কবিতার বই
কিনেছি একে একে
তোমার মত আমি কি আর পড়তে পারি বল?
দিদিমনি আসবেন না জেনে ভাবলাম
আমি তবে সুযোগটা নিয়ে নেই আজ
কবি কন্ঠে কবিতা অনেক ভালো লাগবে।
কবিতার মতকরে কথা বলে মেয়েটি
ওরদিকে তাকালে চোখ ফিরে না
তথাপি ভেবেছি ওকে দেখব না
দৃষ্টি সঞ্চয় থাক প্রিয়ার জন্য সে চাঁদ আমার!
ওকে বললাম আজ কবিতা হবে না
মনভালো নেই।
এতো ভালোবাস?
সে আসলে কি তোমার মন ভালো হবে?
তাহলে বস ডেকে আনি!
বিষন্ন সন্ধায় ঝলমলিয়ে উঠে চাঁদ
মনের মেঘ কেটে গিয়ে অফুরন্ত জোছনা
ছড়িয়ে পড়ে চৌদিকে
সে আসছে গত রাতের কেনা পোশাক তুলে তুলে
যাহ! স্বর্গটা মরার আগেই পেয়ে গেলাম!
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



