দু’গালে অংকিত রঙ্গিন চুম্বন চিহ্ন
বাইরে বেরুব কি করে এ বেলা?
তা’এখন হচ্ছে না, বাহু লতায়
বন্দী থেকে চল ঘুরি স্বপ্ন লোকে।
দু’দেহের ঘ্রাণ সম্মিলনে ছড়ায়
অনন্য এক মাদকতার মায়াজাল
স্বপ্নলোকে দেখি চন্দ্রিমা অকাতরে
জোছনা বিলায় মুঠি মুঠি।
দু’জনে হাত ধরে ছুটে চলি প্রাণপন
ক্লান্তিহীন সে ছুটে চলায় বিরিতি নেই
তারপর মাড়িয়ে চলে ঝরাপাতা
দুর থেকে শুনি কেউ যেন বলে বাবা।
বাবা! সে ডাক সুমধুর হবে ভাবি একবার
তাকে বলি মা ডাক শুনতে ইচ্ছে করে কি?
শিশির ভেজা হাসির শিউলিরা তখন ঝরে
সবুজ ঘাসে এঁকে দেয় আনন্দের আলপনা।
তাদের কেউ আসবে সেজন্যই তো
তোমার গালে অংকিত রঙ্গিন চুম্বন চিহ্ন!
তবে আজ বন্দ থাকুক বাইরে বের হওয়া
তোমার ইচ্ছা পূর্ণ হোক তবে সুরঞ্জনা।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৩