
জোছনা কোথায় আছে? আলোর ফোয়ারা
সেথা চল হাত ধরে হাঁটি। রোমাঞ্চ পরশ
মিশে মিশে গুন গুন গানে গানে মুঠি মুঠি
হীরেকণা প্রেমদের ডেকে ডেকে আনি।
ওদিকে কেমন দেখ সাগরের জল ঢেউয়ে
বাতাসের সাথে সাথে? বসন্তে ফুলের ঘ্রা্ণ
মনোরমা প্রকৃতির কোলে, মধু চন্দ্রিমায়
বিমূর্ত সকল দিকে অফুরান ছড়ায় উল্লাস।
তুমি-আমি নিরালায় আর কেউ নেই
চেয়ে থাকি অপলক চাঁদ মুখ পানে
ছাড়ে না রূপের নেশা। সুরেলা কথায়
পরস্পর পার করি নির্ঘুম সময়।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




