
বুঝাই যাচ্ছে ইহুদীর জন্য আমেরিকার অনেক মায়া। তো তারা আর আরবদের সাথে কত যুদ্ধ করবে? আমেরিকা সারা বিশ্ব থেকে অভিবাসী না নিয়ে ইহুদীগুলারে তাদের দেশে অভিবাসী হিসাবে নিয়ে নিলেই তো সবাই শান্তিতে থাকতে পারে।
ইহুদীর অনেক সুনাম জানলাম। তারা আমেরিকান হয়ে গেলে আমেরিকা আরো উন্নত হবে। তা’ছাড়া যে সব দেশ উন্নতি চায় সেসব দেশেও ইহুদীগুলা ভাগাভাগি করে দিয়ে দেওয়া যায়। ছোট্ট একটা এলাকায় তারা অনেক কষ্টে আছে। ইসরায়েলের বন্ধুরা তাদের এ কষ্ট না বুঝলে আর কে বুঝবে?
মুসলমানগুলার সবগুলা ইহুদীর শত্রু। এ শত্রু পুরিতে ইহুদীগুলারে অশান্তিতে রাখার কোন মানে হয় না। বাংলাদেশের ফেসবুক ও ব্লগে ইহুদীর বদনাম আর বদনাম। মুসলমান দেশগুলাতে ইহুদী বিরোধীর অভাব নাই। একজাতিকে দমন করলে ইহুদী বিরোধীতায় মুসলমানদের অন্য জাতি দাঁড়িয়ে যাবে। এভাবে ইহুদীরা জীবন যাপন করবে না যুদ্ধই করতে থাকবে? ইহুদী বন্ধুরা তাদের এ কষ্ট না বুঝলে ক্যামনে হয়?
ফিলিস্তিনি গুলা বড় বদের বদ। যত ওদেরকে মারে তত ওদের ইহুদী বিরোধীতা থামে না। কিন্তু এ বদগুলা শেষ হলেই কি ইহুদী বিরোধী যুদ্ধ শেষ হবে? তারপর ইরানী-তুরানী কতপক্ষ ইহুদী বিরোধীতায় দাঁড়িয়ে যাবে বলা মুশকিল। তারচেয়ে আমেরিকা না হয় দুধ কলা দিয়ে ওদেরকে প্রতিপালন করুক।
সোনাভাইয়ের নিকট অনেক ইহুদী সুনাম শুনেছি। সেজন্য আমি চাই এ ভালো মানুষগুলা আমেরিকায় থেকে আমেরিকার উন্নতি করুক। আমেরিকা উন্নত, ইহুদীজাতও উন্নত। উন্নত-উন্নত মিলে সোনায় সোহাগা হবে। বাইডেন কাকুরে যদি সোনাভাই আমার উপদেশ খানা পৌঁছিয়ে দেয় তাহলে মনে হয় একটা ভালো বিষয় ঘটতে পারে। চাইলে কিছু ইহুদী কানাডাও নিতে পারে। ভারতও তাদের উন্নতির জন্য কিছু ইহুদী গ্রহণ করে ধন্য হতে পারে। বাংলাদেশে হামাস সমর্থক থাকায় বাংলাদেশ তাদের জন্য নিরাপদ নয়।
আরবদের তো বদনামের শেষ নাই। তো এমন মন্দ স্থানে উন্নত ইহুদী জাতি থাকে ক্যামনে? ইহুদী বন্দুরা এ সোচা কথা কেন বুঝে না সেটাই আমার বুঝে আসে না। ফিলিস্তিন থেকে যতদ্রুত ইহুদী সরিয়ে নেওয়া যায় তত সেটা সবার জন্য মঙ্গল জনক হবে। এ স্থান ইহুদীর নিরাপদ বসবাসের যোগ্য নয়।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




