
সুখের সাদা রঙে এখন বিচিত্র কালির ছিঁটে
পড়ে অসুন্দর হয়। হেথায় গোলাপের বিক্ষিপ্ত
পাপড়ীগুলো বিব্রত চশমার চোখে হতাশার
কালো মেঘ যেন, জীবনের গোধুলি লঘ্নে অমলিন।
বিজয় বাবুর হাসিমাখা সরল মুখ পুড়ে গেছে
চিতার আগুনে। সুমিত্রা দি চোখের জলে
একাকী সময় কাটায়। বিজয়ের পরাজয়
ঘটে গেল মৃত্যুর হঠাৎ ডাকে হেয়নেস্ত হয়ে।
জীবনের অতিথির হট্টগোল কেন? খোসালাপে
এরা কেন কাটায় না সময়? তাদের পোশাকি
ভিন্নতা নগন্য হয়ে, জেগে উঠে না কেন মানবতার
জোছনার স্নিগ্ধ চাঁদ? জিজ্ঞাসা আমার অবিরত।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



