
সূরাঃ ২২ হাজ্জ্ব, ৮ নং আয়াতের অনুবাদ-
৮। মানুষের মধ্যে কে্উ কেউ আল্লাহ সম্বন্ধে বিতন্ডা করে; তাদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশ, না আছে কোন দীপ্তিমান কিতাব।
সূরাঃ ৫ মায়িদাহ, ৩ নং আয়াতের অনুবাদ-
৩। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, রক্ত, শূকরমাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে যবেহকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, শৃংগাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা যবেহ করতে পেরেছ তা’ ব্যতীত, আর যা মূর্তি পুজার বেদির উপর বলি দেওয়া হয় তা এবং জুয়ার তীরদ্বারা ভাগ্য নির্ণয় করা, এ সব পাপ কাজ। আজ কাফেরগণ তোমাদের দীনের বিরুদ্ধাচরণে হতাশ হয়েছে; সুতরাং তাদেরকে ভয় করবে না, শুধু আমাকে ভয় কর। আজ তোমাদের জন্য তোমাদের দীন (জীবন বিধান) পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন (জীবন বিধান) মনোনীত করলাম। তবে কেহ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।
* আল্লাহ সম্বন্ধে সবচেয়ে বেশী বিতন্ডাকারী নাস্তিক ও ধর্মহীনদেরকে বলেছিলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের পুস্তক নিয়ে আস। সেটা কোরআন থেকে উত্তম হলে না হয় তোমাদের দলে আসা যাবে। তারা বলল, তাদের তেমন কোন পুস্তক নেই। তখন বললাম, দূর হ! নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্যদের পুস্তক তো আছে তবে এর কোনটি পূর্ণাঙ্গ জীবন বিধানের পুস্তক নয়। সুতরাং কোরআন যাদের দলে আমি সেই দলে রয়ে গেলাম। তারপর তারা কোরআনের যতই বদনাম করলো সেসব আর শুনলাম না। কারণ তাদের কেউ কোরআন থেকে উত্তম কোন পুস্তক দেখাতে পারেনি।
পুস্তকতো জ্ঞানী লোকেরা লেখে। তো যে দলে একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের পুস্তক নাই সে দলে কোন জ্ঞানী রয়েছে? তো সেই দলে আমি কেন যাব? তারচেয়ে যে দলে একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের পুস্তক রয়েছে আমি বরং সেই দলে থেকে গেলাম।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



