শিশুদের বয়স বাড়লে যোগ্যতা বাড়ে এবং বুড়োদের বয়স বাড়লে যোগ্যতা কমে, সেই হিসাবে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আগের থেকে কমেছে। যোগ্যতা বেশী থাকা অবস্থাতেও ট্রাম্প তারচেয়ে বুড়ো এক জনের নিকট হেরেছে। যোগ্যতা আরো কমার পর ট্রাম্প তারচেয়ে কম বয়সী একজনের সাথে জয়ী হয় কেমন করে? কমলা হয়ত নারী। তবে নারীদের অনেকেও রাষ্ট্র পরিচালনায় ভালো করেছে। যেমন: জার্মানির এঞ্জিলনা মার্কোল। সুতরাং রাষ্ট্র পরিচালনার যোগ্যতা কমলার মধ্যে বেশী দেখাগেলে ভোটাররা তাকে ভোট দিতেই পারে। আপাতত জনমত জরিফের ফলাফলে ভোটাররা তাঁকে ভোট দেওয়ার বিষয়টি অনুমিত হচ্ছে। তবে কমলা ও ট্রাম্পের জয়-পরাজয়ের ব্যাবধান কম হবে বলে মনে হচ্ছে।
আমাদের চলমান সরকারের জন্য কমলার জয় মঙ্গল জনক হতে পারে। ভারতের চলমান সরকারের জন্য কমলার জয় অমঙ্গল জনক হতে পারে। কমলা তাঁর মাতুল রাষ্ট্র ভারতে মৌলবাদী সরকার কামনা নাও করতে পারে। আমাদের আরো বেশী লোক আমেরিকায় অভিবাসী হতে চায়, অথচ ট্রাম্প এটার বিরোধী। তাহলে আমরা ট্রাম্পের জয় কামনা করি ক্যামন করে? আমরা যে সরকারকে বিদায় করেছি তা’ একটি ডাকাত দল ছিলো বলে প্রতিয়মান হচ্ছে। এ দল আবার ক্ষমতায় ফিরোক সেটা অনেকেই চায় না। তাদের এ ইচ্ছা পূরণে ড. ইউনুছের আরো কিছু দিন ক্ষমতায় থাকার দরকার আছে। আর তাঁর ক্ষমতায় থাকার জন্য কমলার জয় দরকারী বিষয়।
ট্রাম্প ক্ষমতায় থাকার পর হেরেছে। এতে করে বুঝাযাচ্ছে অধিকাংশ ভোটার তাঁর শাসন পছন্দ করেনি। তাহলে আবার তাকে অধিকাংশ ভোটার কেনো ভোট দিবে? সেজন্য তার জয়ের সম্ভাবনা কম মনে হয়। এদিকে আমাদের জনগণ সুষ্ট ভোট চায়। তাতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপত্তি করব না। কারণ গণতন্ত্র মানেই জনগণের ইচ্ছা। তবে এখন আওয়ামী লীগের প্রতি জনগণের ঘৃণা একটু বেশী। কারণ আওয়মী লীগ হলো স্বৈরাচার ও হানাদার। বিএনপি স্বৈরাচার। জাতীয় পার্টি স্বৈরাচার। জামায়াত হলো রাজাকার। আর অন্য কোন দলের প্রতি জনসমর্থন পরিলক্ষিত নয়। বৈষম্য বিরোধী ছাত্ররা একটা দল তৈরী করেছে, ‘বাংলাদেশ রিফরমিষ্ট পার্টি’ নামে। ভোট গুলো বহুভাগে ভাগ হওয়ার কারণেই আবারো আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা রয়েছে। কারণ আওয়ামী লীগের অন্ধ ভোটার কম নয়। যাদের নিকট তাদের সাতখুন মাপ। আওয়ামী লীগ যত অপরাধই করুক না কেন ঐ ভোটাররা আওয়ামী লীগকেই ভোট দেয়। স্থানীয় সরকার নির্বাচন সমূহ আগে হলে ভোটের অবস্থা বুঝা যাবে। তখন এন্টি আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ঠেঁকাতে পারে। আওয়ামী বিরোধীদের বুঝেশুনে কাজ করা উচিত বলে আমি মনে করি। কারণ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে তাদের সবার খবর আছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৪