
আমরা যেহেতু ভোট দিতে চাই, সেহেতু ভোট দেওয়ার লোকতো আগে থেকেই খুঁজে রাখা দরকার। আমার জামাইয়ের মতে শেখ হাসিনা পরবর্তী দেশ শাসনে সবচেয়ে যোগ্যব্যক্তি তারেক রহমান। কেউ তার মতে একমত না হলে সে বলুক কে সেই যোগ্য ব্যক্তি? তারপর না হয় ভেবে দেখব আসলে কার কথা সঠিক? এ যোগ্য নয়, সে যোগ্য নয়, সকলেই বলে। কিন্তু কে যোগ্য সে কথা শুধু জামাই বাবাজী বলে।
ছাত্ররা শেখ হাসিনাকে সরিয়ে ড. ইউনুসকে তাঁর স্থানে বসিয়ে দিলো। এখন কেউ বলছে এটা ঠিক হয় নাই, শেখ হাসিনাকে আবার ডেকে আনো। কেউ বলছে নির্বাচন দিয়ে তারেককে শাসকের জায়গায় বসিয়ে দাও। এখন তবে কি করা হবে? ডা. শফিকতো ছাগলের তিন নম্বর বাচ্চার মত শুধু লাফায়। জ্যাকস্মিথ অবশ্য তাঁর নাম প্রস্তাব করে ছিলেন। সোনাগাজী অবশ্য আকারে ইঙ্গিতে তাঁর নিজের কথাই বলছেন। কিন্তু শেখ হাসিনার ছেড়ে যাওয়া আসনে তাঁকে কিভাবে বসানো যায় সেটা অবশ্য বোধগম্য নয়।অন্য কোন বিকল্প না পেলে আমি জামাইয়ের পক্ষেই থাকব।
সুষ্ঠ ভোট হলে সজিব ওয়াজেদ জয়ও কারো কারো বিবেচনায় আসবেন। চোর অপছন্দ হলে ডা. শফিক বিবেচনায় আসতে পারেন। রাজাকার চোরের চেয়ে বেশী অপছন্দ হলে ডা. শফিক বিবেচনা থেকে বাদ পড়বেন। তখন বড় চোর ছোট চোর দেখে নেতা বাছাই করতে হবে। এদিকে কোমল মতিরা সোনাগাজীকে পছন্দ না করে ড. ইউনুসকে কেন পছন্দ করলেন এ নিয়ে তিনি বেশ খেপেছেন। কিন্তু সোনাগাজীকে কেউ কিভাবে পছন্দ করবে তাঁকে তো কেউ চিনেই না। তিনি যদি শেখ হাসিনার ফিরে আসা কামনা করেন তবে এর জন্য রক্ত দান জরুরী। তবে মুখে যে যাই বলুক শেখ হাসিনার ফিরে আসার জন্য কেউ রক্ত দানে প্রস্তুত আছে বলে মনে হয় না।
ড. ইউনুস ও কোমলমতিরা একটা দল করে নির্বাচনে আসতে পারে। ড. ইউনুস তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে লড়তে পারেন। তাঁকে আবার লোকে সুদখোর বলে। রাজাকার, চোর ও সুধখোরের মধ্যে কে উত্তম? সেইটা বিবেচনা করবে ভোটার। তারপর ভোটে যে জয়ী হবে সে পাবে শেখ হাসিনার রেখে যাওয়া ক্ষমতা।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




