বাংলাদেশী জাতির সবাই বঙ্গবন্ধুকে জাতির জনক মানে না। বাংলাদেশী জাতির একাংশ তাঁকে জাতির জনক মানে। তিনি জাতির জনক সাব্যস্ত হওয়ার জন্য দুই তৃতীয়াংশ বাংলাদেশীর তাঁকে জাতির জনক মানা দরকার। আর এটা সুনিশ্চিত বিষয় যে দুই তৃতীয়াংশ বাংলাদেশী তাঁকে জাতির জনক মানে না। সুতরাং তাঁকে জাতির জনক সাব্যস্ত করা বাংলাদেশেীদের উপর চাপিয়ে দেওয়া একটা বিষয়। এদেশে একজন জাতির জনক সাব্যস্ত না করে মুক্তিযোদ্ধা গংকে জাতির জনক সাব্যস্ত করা উচিত। সে হিসাবে সোনাগাজীও জাতির জনকের অংশীদার হয়ে যান।
গান্ধী ও জিন্নাহ ভারত ও পাকিস্তানের জাতির জনক। কারণ উক্ত দু’টি দেশ আন্দোলনের ফসল। কিন্তু বাংলাদেশ হলো যুদ্ধের ফসল। যা করেছেন মুক্তিযোদ্ধা বৃন্দ। সংগত কারণে তাঁরাই বাংলাদেশী জাতির জনক। তা’ না হয় তাদের সর্বাধীনায়ক জে. ওসমানীকে জাতির জনক বলা যায়। সোনাগাজীকেও জাতির জনক বলা যায়। কারণ তিনি একাধারে মুক্তিযোদ্ধা ও জাতীয় চিন্তক। সোনাগাজী নয় মাস যুদ্ধের পর তিপ্পান্ন বছর জাতীয় চিন্তায় লিপ্ত রয়েছেন। তাঁর বক্তব্যের সার সংক্ষেপ হলো আর সবি ভুল তিনি শুধ ঠিক। জাতির একমাত্র সঠিক চিন্তার লোকটিকে জাতির জনক না মানা অপরাধ।
বঙ্গবন্ধু ও জিয়া স্বাধীনতার ঘোষণা প্রদান করেছেন। যুদ্ধ জয় না হলে তাদের এ ঘোষণা বেকার হয়ে যেত। সুতরাং যুদ্ধ জয়টাই মূখ্য বিষয়। মুক্তিযোদ্ধারাই বঙ্গবন্ধুকে হত্যা করে। এতে বুঝা যায় তাঁর মধ্যে ঝামেলা ছিলো। জিয়া আবার বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করে। সার্বজনিন জাতির জনক হওয়ার যোগ্যতা এ দু’জনের নাই।যদিও তাঁদের ভক্ত দল বাংলাদেশের বড় দু’টি দল। তবে মুক্তিযোদ্ধাদের সমর্থক বাংলাদেশের দুই তৃতীয়াংশের বেশী মানুষ। সুতরাং মুক্তিযোদ্ধাগণই বাংলাদেশের প্রকৃত জাতির জনক। তাঁদের নেতা হিসাবে জে ওসমানীকে জাতির জনক বললে ভুল হবে না।
ইব্রাহীম (আ.) মুসলিম জাতির জনক। তাঁকে বাংলাদেশী জাতির জনকের সাথে গুলিয়ে ফেললে ভুল হবে। কারণ সকল বাংলাদেশী মুসলিম নয়। সুতরাং ইব্রাহীম (আ.) বাংলাদেশী জাতির জনক নন। বাংলাদেশী জাতি আবার বাঙ্গালী জাতিও নয়। কারণ বাঙ্গালী জাতির সাথে অসমিয়, ত্রিপুরা ও ক্ষুদ্র নৃ-গোষ্টি মিলে বাংলাদেশী জাতি গঠিত হয়েছে। এখন বাংলাদেশে অন্য ভাষার মানুষও নাগরিকত্ব গ্রহণ সূত্রে বাংলাদেশী। এ বাংলাদেশী জাতির জন্ম ৭ ই মার্চ বা ২৬ শে মার্চ হয়নি। এ বাংলাদেশী জাতির জন্ম হয়েছে ১৬ ই ডিসেম্বর ১৯৭১ সালে। সে হিসাবে মুক্তিযোদ্ধাগণ অথবা জে. ওসমানী বাংলাদেশী জাতির জনক।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৬