
রাস্তাটাকে অনেক দামী মনে হয় তোমার দৃষ্টির তলে
গাছটাও অনেক দামী তোমার পরশ পেয়ে
আকাশটা অতুল্য দামী তার তলে তোমার থাকায়
আমার ভাবনাটাও অনেক দামী; কারণ তুমি তাকে গ্রাস করেছ।
যার জন্য সব কিছু এমন দামী
সে নিজে কতটা দামী?সাত দিন সাত রাত
হিসাব করে দেখি হিসাবের খাতা শেষ
কিন্তু তার দামের হিসাব তখনো বাঁকী।
তোমার স্নিগ্ধতায় আছে মুগ্ধতা; তাতে আমি হিতাহিত জ্ঞান শূন্য
নীল নীলাম্বরী তোমার পছন্দ সেজন্য সেদিকে তাকিয়ে
তুমি বল ভালো আছি; আমার পছন্দ তুমি সেজন্য
তোমার দিকে তাকিয়ে আমি বলি ভালো আছি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



