হৃদয়ের আঙ্গিনায় তোমায় দেখি
চিরায়ত সবুজে ফুল হয়ে ফুটে উঠ
একের পর এক নানা রঙ সৌরভে
সাজিয়ে দিতে নৈপূণ্যে আমার জীবন।
তোমার আচার চিত্র বহুকাল ধরে
ঝর্ণাধারার মত বয়ে চলে অবিরাম
ক্লান্তিহীন সিক্ত করে আমার সুখের
আনন্দ ঝাঁপি ক্রমাগত আন্তরিকতায়।
সাথী তুমি শরতের প্রভাতে ঝরা
শিউলির মত নয়নাভিরাম বলে
মন ফিরে না তোমার থেকে রাবু
খানিক সময়- এ আমার বাস্তবতা।
# এটি ফরমায়েশি কবিতা। এটা তিনি ফরমায়েশ করেছেন যার জন্য আমার ভালো থাকা অনেকাংশে নির্ভর করে। যা হোক কবিতাটি তাঁর পছন্দ হয়েছে তাতে আমি বেশ হালকা বোধ করছি। সেকালে রাজ কবিগণ ফরমায়েশি কবিতা লিখতেন। আমি রাজ কবি না হলেও যিনি আমায় ফরমায়েশ করেছেন আমি তাঁর ফরমায়েশ উপেক্ষা করতে পারি না। অবশ্য আমি ফরমায়েশ ছাড়াও তাঁকে নিয়ে পূর্বে কবিতা লিখেছি।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৭