
আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগকে কঠিনভাবে চেপে ধরেছিলো। এন্টি আওয়ামী লীগ কঠিনভাবে গা ঝাড়া দেওয়ায় আওয়ামী লীগ ছিঁটকে ভারতে গিয়ে পড়ে। এতে ভারতের কিচির মিচির শুরু হয়। কেউ বলে ভারত এক ঘন্টায় বাংলাদেশ নিবে, কেউ বলে ভারত এক দিনে বাংলাদেশ নিবে। পাকিস্তান বলছে তারা ভারতকে বাংলাদেশ নিতে দিবে না। কেউ বলছে ভারত বাংলাদেশ নিতে আসলে চীন তাতে বাধা দিবে। বাংলাদেশ চীনের পণ্য বিক্রির একটা বাজার। সেটা নষ্ট হোক তারা সেটা চাইবে না। সেজন্য বাংলাদেশের বিপদে তারা বাংলাদেশের পক্ষে থাকলেও থাকতে পারে।
আওয়ামী লীগই বলেছে ভারত তাদেরকে ক্ষমতায় রাখছে। আওয়ামী লীগের পতনের পর ভারত বাংলাদেশ দখল করে বাংলাদেশে আওয়ামী লীগের তাবেদার সরকার বসাবে কি? এমতাবস্থায় এন্টি আওয়ামী লীগ কি করবে? জনগণ তখন কোন পক্ষে যাবে? তারা দেশে ভারতের তাবেদার সরকার মানবে কি? বাংলাদেশ কি তবে স্বাধীণতা হারাচ্ছে? অনেকে বলছে ভারত বাংলাদেশ গিলে খেলেও হজম করতে পারবে না।
অনেকে বলছে ভারত বাংলাদেশ দখল করবে না। আমরা সেটাই চাই। তবে আমরা ভারতের তবেদারী চাই না। ভারত বাংলাদেশের কোন সরকারকে ক্ষমতায় রাখছে, এমণ কথা শুনলে ঘৃণা লাগতো।বাংলাদেশ থেকে অনেক ছোট রাষ্ট্র ইসরাইল অনেক শক্তিশালী। বাংলাদেশের শক্তি কতটা আছে? শক্তি যাই থাকুক এ জাতি চির স্বাধীনতা প্রিয়। সুতরাং স্বাধীনতা হারালে তারা স্বাধীনতার জন্য লড়বেই।সোনাগাজী বলছে যুদ্ধ হলে আমি যুদ্ধ করতে পারব না। আমার যুদ্ধ করা আসলে কোন বিষয় না। যুদ্ধ সবাই করেও না। তবে অনেকেই যুদ্ধ করে। যুদ্ধ করার মত এমন অনেকেই আমাদের দেশে আছে। তাদেরকে হয়তা পাকিস্তান ও চীন সহায়তা করবে।সিরিয়ার যুদ্ধে অনেক দেশ যুদ্ধ করতে গিয়েছে। আমাদের দেশে অন্য দেশ যুদ্ধ করতে আসবে না সেটা কেমন করে বলি? আমাদের দেশে তালেবানরাও আছে। এরা বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া গুষ্ঠি। আফগানিস্তানে অবশেষে আমেরিকা বিরক্ত হয়ে এদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় গ্রহণ করেছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে খুব একটা ভালো বলা যাবে না। এর জন্য আওয়ামী লীগের দায় কম নয়।তাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই এন্টি আওয়ামী লীগ কঠিনভাবে গা ঝাড়া দিয়েছে। আর তাতে আওয়ামী লীগ ছিঁটকে ভারত গিয়ে পড়েছে। তাতে ভারকের জ্বালা বেঝেছে। তারা হুঁসে-বেহুঁসে নানান কথা বলছে। বাংলাদেশীরাও নানান কথায় তাদের কথার জবাব দিচ্ছে।সোনাগাজী বলছেন দেশটা ইয়েমেন হয়ে যাচ্ছে।আমাদের অবস্থা কি? চেয়ে চেয়ে দেখছি। আমাদের করার কিছু নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

