মায়ানমার ভাঙ্গার দারপ্রান্তে বিদ্যমাণ। সেখানে আরাকান নামে একটা দেশ হতে যাচ্ছে। ভারতেও কিছু এলাকা প্রদেশ হতে দেশ হওয়ার চেষ্টায় আছে।খালিস্তান এর অন্যতম। ইদানিং মনিপুরেও একই ঘটনা দেখা গেছে। এভাবে একদা সোভিয়েত রাশিয়া ভেঙ্গে গিয়েছিলো।আমাদের দেশেও কিছু লোক ভারত ভাঙ্গার ইচ্ছা পোষণ করে বলে মনে হয়। তাদের উদ্দেশ্য বড় শক্তির চেয়ে ছোট শক্তিকে প্রতিবেশী হিসাবে পাওয়া। বড় শক্তি একটা সমস্যা। বড় শক্তি রাশিয়া খামছে ইউক্রেনের কিছু অংশ মুখে পুরে বসে আছে। এদিকে আমেরিকা গ্রিনল্যান্ড ও গাজা চাচ্ছে। পুচকে গাজা ইসরায়েলের গ্রাস হতে আমেরিকার গ্রাসে পরিণত হয় কিনা দেখার বিষয়। আমাদের এখানেও ভারতের গ্রাসে পরিণত হওয়ার ভয়ে কিছু লোক ভারত বিরোধী। এ অযুহাতে কিছু লোক একাত্তরে স্বাধীনতা চায়নি। এতকাল জনগণ এদেরকে প্রতিহত করেছে। সুযোগ বুঝে আওয়ামী লীগ এদেরকে নির্মূলের মিশন বাস্তবায়ন করার চেষ্টা করেছে। কিন্তু জনগণ আওয়ামী লীগকে পরিত্যাগ করায় উল্টা তারা আওয়ামী লীগ নির্মূলের মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছে।
এক লেংড়া লোক হেঁটে বাড়ি যেতে পারছিল না বলে রামের নিকট একটা ঘোড়া চাচ্ছিল। বৃটিশ অফিসারের ঘুড়ী বাচ্চা দেওয়ায় সে তার ঘুড়ীর বাচ্চা লেংড়া লোকটার ঘাড়ে চাপিয়ে দিল। লেংড়া তখন কেঁদে কেঁদে বলছিল, উল্টা চমজিলিওরে রাম।আমাদের দেশে এমন উল্টা-পাল্টা কান্ডই ঘটছে। গণতন্ত্রের মানস কন্যা-জননেত্রী শেখ হাসিনা, গণতন্ত্রের যা হাল করলেন, তার জন্য তাঁকে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যেতে হয়েছে। তারপর তিনি ভারতে বসে যা বলছেন, তাতে দেশে অনেক ভঙ্গা-ভাঙ্গী চলছে। ভারতের উপর ক্ষোভে তাদের কেউ কেউ ভারত ভাঙ্গার চিন্তা করছে।
আওয়ামী লীগ ও ভারত ট্রাম্পের অপেক্ষায় ছিল। এখন ট্রাম্প ভারতীয়দেরকে হাতে হ্যান্ডকাপ ও পায়ে শেকল পরিয়ে ভারতে পাঠাচ্ছে। এরা ভারতকে তৃতীয় শ্রেনীর দেশ বানিয়ে দিল। এদিকে শেখ হাসিনার হুংকারের প্রতিধ্বনি হয় না। তাঁর হুংকার এখন হারিয়ে গিয়ে বিরোধী শিবিরে পড়ে তাঁর সমর্থকদের বারটা বাজায়।অভিনেত্রী শাওন আছেন সেই সমস্যায়। অদ্ভুত আঁধার এক আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। কেউ কেউ শেখ হাসিনাকে আয়না ঘরে পাঠানোর কথা বলছে। কেউ কেউ বলছে তাঁকে ধরা দেওয়া উচিত। কিন্তু তাতে জেল হত্যার আশংকা আছে। পঁচাত্তরে এমন ঘঠনা এদেশেই ঘটেছে।
অনেকে অনেক কথা বলছেন। তাঁদের কথায় মন্তব্য করা কঠিন। কারণ অতীতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে ছিল। অনেকে বলছে এবার আর তারা ঘুরে দাঁড়াতে পারবে না।সময়ে দেখা যাবে ঘটনা আসলে কি হয়? কারণ মানুষের চিন্তার বাইরেও অনেক কিছু ঘটে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:২৫