
ছাত্রদের ডাকে সাড়া দিয়েছে জনতা। তাতে যা ঘটল তাতে বিশ্ব অবাক হয়েছে। তাতে আমেরিকা ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে বলে শুনা যাচ্ছে। সাথে যুক্ত ছিল পাকিস্তান-এটাও অনেকের অভিমত। কিন্তু আমি প্রাথমিকের যে ছাত্রদের উল্লাস দেখেছি সেটা একটা ভাববার বিষয়। নিশ্চয়ই তাদের পরিবারে সরকার বিরোধী আলোচনা ছিল। যেটা সরকার দমাতে পারেনি। সেজন্য সরকার পতনে এমন বাধ-ভাঙ্গা উল্লাস দেখা গেছে।
৭৪ এ আমি ছোট ছিলাম। বড়দেরকে বলতে শুনতাম- শেখ মুজিব ভাষন দেয় ভাত দেয় না। একটা ডায়ালগ ছিল- ভাত দে হারামজাদা, না হয় মানচিত্র চাবায়া খাব। ভাত বিহীন মানচিত্র কোন কাজের না। ৭৫ এ জাতির জনকের হত্যার পর জনগণকে কাঁদতে দেখলাম না। আওয়ামী লীগও প্রকাশ্যে কাঁদেনি গণরোষের ভয়ে। বহুকাল পর বহুকাল ক্ষমতায় থেকে আওয়ামী লীগ আবার গণরোষে পড়েছে।এবার তাদেরকে যারা তাড়িয়েছে তাদেরকে ছাত্র-জনতা বলা হচ্ছে। তাদের পক্ষ থেকে একটা দল গঠনের প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে আমার প্রস্তাব-স্টুডেন্ট পাবলিক পার্টি (ছাত্র-জনতা পাটি)- এসপিপি গঠিত হোক। তাদের মার্কা হোক কলম। যে কলম দিয়ে তারা জাতির ইতিহাস নতুনভাবে লিখবে।
আগত নির্বাচনে বিএনপি ও জামায়াত জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী। সুযোগ পেলে আওয়ামী লীগও জয়ী হওয়ার আশা ছাড়ছে না। জয়ী হতেই ছাত্র-জনতার দল গঠিত হচ্ছে। আমি চাই সুষ্ঠ নির্বাচন। তাতে আওয়ামী লীগ জয়ী হলেও স্বাগত জানাব। জনগণ হাসিনাকে ভোট দিলে কার বাপের কি? অনেক লোক জড় হয়ে হাসিনাকে তাড়া দিয়েছে, জানে বাঁচতে তিনি পালিয়ে গেছেন। তাতে গোটা জাতি তাঁর পক্ষ ত্যাগ করেছেন, এটা প্রমাণ হয় না। একাত্তরে জামায়াত পালিয়ে গিয়েছিল। এখন তারা ক্ষমতার আশা করে। ২০০৯ সালে জামায়াত-বিএনপি জোট আড়াইশ আসন আশা করে পেয়েছে ৩০ টি। এবার উভয় দল একাই দুইশর বেশী আসন আশা করছে। কেউ কেউ বলছে জামায়াত এক শূন্য বাদ দিয়ে ২০ টি আসন পেতে পারে।
আগত নির্বাচনে বিএনপি জয়ী হতে পারে। ছাত্র-জনতা পার্টি ২য় হলে পরের বার তাদের জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। জনগণের মনভাব থেকে বুঝা যাচ্ছে তারা বিএনপিকে আরেকটা সুযোগ দিতে চায়। আওয়ামী লীগও বিএনপিকে একটা সুযোগ দিতে চায় বলে তাদের কারো কারো নিকট থেকে শুনলাম।কারণ বিএনপির বিরুদ্ধে আন্দলনে তারা সব সময় সফল। তারা বলছে এবার বিএনপি আসলে পরের বার আবার তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসা-থাকায় অনেক সমীকরণ মিলাতে হয়। তাতে ভুল হলে ক্ষমতায় আসাও যায় না এবং ক্ষমতায় থাকাও যায় না।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




